নয়াদিল্লিঃ ট্রেনের (Train) ভিড় কামরায় বচসার ঘটনা নতুন নয়। এবার ফের প্রকাশ্যে এল ট্রেনের কামরারা বচসার ভিডিয়ো। সিটে বসা নিয়ে ঠেলাঠেলি। আর তার জেরে সহযাত্রীকে চরম হেনস্থার অভিযোগ উঠল এক প্রৌঢ়ার বিরুদ্ধে। বসার জায়গার জন্য তিন সহযাত্রীকে চড়, ঘুষিও মারেন তিনি এমনটাই অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় হু হু করে ভাইরাল হয়েছে এই ভিডিয়ো।
ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, হলুদ রঙের জামা পরা এক মহিলা ট্রেনের সিটে বসার জন্য চেষ্টা করছেন। সিটে বসে থাকা অন্যান্য যাত্রীদের ঠেলে সরানোর চেষ্টা করছেন তিনি। এই অবস্থায় তাঁকে উঠে যাওয়ার অনুরোধ জানান বাকি সহযাত্রীরা। এরপরই পাশে বসে থাকা এক যাত্রীর চুলের মুঠি ধরে মারধর শুরু করেন ওই প্রৌঢ়া। শুধু তাই নয়, তাঁকে বলতে শোনা যায়, "তোকে মাটিতে ছুড়ে ফেলে দেব।" শুধু ওই তরুণীই নয়, কামরার অন্যান্য যাত্রীদেরও চড়, ঘুষি মারেন তিনি। যদিও ঘটনাটি কোন ট্রেনে ঘটেছে তা এখনও স্পষ্ট নয়। ভারতীয় রেলের তরফেও এই বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।
বসার জায়গা নিয়ে বচসা, সহযাত্রীকে কিল, চড়, ঘুষি প্রৌঢ়ার, ভাইরাল ভিডিয়ো
One more Empowered & Entitled woman Passenger of the Indian Railways showing her empowered behaviour & nuisance
— The Forgotten ‘Man’ 👨⚖️ (@SamSiff) October 27, 2025