নয়াদিল্লিঃ আমেদাবাদে (Ahmedabad)চাঞ্চল্যকর ঘটনা। কর্মরত চিকিৎসকের (Doctor) সঙ্গে রোগীর অভিভাবকের চরম সংঘাত। রোগীর বাবাকে সপাটে চড় মারার অভিযোগ উঠল কর্তব্যরত মহিলা চিকিৎসকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে গত ২৬ অক্টোবর। তারাপর থেকেই সমাজমাধ্যমে ভাইরাল ওই মুহূর্তের ভিডিয়ো।
জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে আমেদাবাদের সোল্লা সিভিল হাসপাতালে। আক্রান্ত ব্যক্তির নাম আশিক হরিভাই চাভড়া। অসুস্থ মেয়ের চিকিৎসার জন্য হাসপাতালে এসেছিলেন তিনি। অভিযোগ, অন ডিউটি চিকিৎসক শিশুটির চিকিৎসা করতে প্রথমে অস্বীকার করেন। সেখান থেকেই মূল ঘটনার সূত্রপাত। চিকিৎসকের সঙ্গে রোগীর পরিবারের তর্কাতর্কি শুরু হতেই গোটা ঘটনা ক্যামেরাবন্দি করার চেষ্টা করেন শিশুর পরিবারের সদস্যরা। বারবার মোবাইল সরানোর কথা বলতে থাকেন ওই চিকিৎসক। ভিডিয়োতে তাঁকে বলতে শোনা যায়, "মোবাইল নীচে করুন। আমি আপনার মেয়ের চিকিৎসা করব না। কারণ আপনি আমার সঙ্গে অভদ্রতা করছেন।"এরপরই রোগীর বাবাকে চড় মারার অভিযোগ ওঠে কর্তব্যরত ওই তরুণী চিকিৎসকের বিরুদ্ধে। এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
মেয়ের চিকিৎসা করাতে এসে হাসপাতালের চিকিৎসকের হাতে মার খেলেন বাবা, ভাইরাল ভিডিয়ো ঘিরে চাঞ্চল্য
मरती स्वास्थ्य व्यवस्था
मोबाइल नीचे करो मैं आपके बच्चे का इलाज नहीं करूंगी सोला सिविल अस्पताल की डॉक्टर। बताया जा रहा है एक बीमार बच्चे का डॉक्टर इलाज नहीं कर रहे थे तभी परिजन ने वीडियो बनाना शुरू कर दिया कहा ऊपर भेजूंगा। pic.twitter.com/LMJRgrpzDl
— Abhimanyu Singh Journalist (@Abhimanyu1305) October 27, 2025