Death, Representational Image (Photo Credit: File Photo)

কয়েক সপ্তাহের বিরতির পর ফের জ্বলে উঠল মণিপুর (Manipur)। আবারও নৃশংসভাবে হত্যা করা হল এক মহিলাকে। জানা যাচ্ছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা নাগাদ জিরিবাম জেলার জাইরন হামার গ্রামে একদল হামলাকারী এসে এলাকার বিভিন্ন বাড়িতে হামলা চালায়। আর সেই হামলার প্রতিবাদ করায় জোসাংকিম নামে এক মহিলাকে মারধর করে। সেই সময় তাঁর তিন সন্তান ও স্বামী ঘরে ছিলেন না। মারধর করে ওই মহিলাকে ঘরে ঢুকিয়ে দিয়ে আগুন জ্বালিয়ে দেয়। মুহূর্তের মধ্যে গোটা বাড়ি আগুনে পুড়ে যায়। সেই সঙ্গে পাশের আরও ছয়টি বাড়িতে আগুন লাগে। আর এই ঘটনায় অগ্নিদ্বগ্ধ হয়ে মৃত্যু জোসাংকিমের। শুক্রবার থানায় গিয়ে অভিযোগ দায়ের করে মৃতার পরিবার।

প্রসঙ্গত বিগত কয়েকমাসে কুকি ও মৈতি সম্প্রদায়ের মধ্যে বিক্ষিপ্ত সংঘর্ষ লেগেই চলেছে। বিশেষ করে ইম্ফলে এর প্রভাব বেশি দেখা গিয়েছে। এখনও পর্যন্ত এই ঘটনায় ২০০ জনের মৃত্যু হয়েছে। আহত ও বাস্তুচ্যুত হয়েছেন কয়েক হাজার মানুষ। কেন্দ্র ও রাজ্য সরকার প্রতিবারই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য পদক্ষেপ নেয়। কিন্তু কোনওবারই সফলভাবে স্বাভাবিক করা সম্ভব হচ্ছে না। যার ফলে মণিপুরের পরিস্থিতি নিয়ে বিজেপি সরকার প্রতিপদে বিরোধীদের সমালোচনার সম্মুখীন হচ্ছে।