নয়াদিল্লিঃ ফের স্ত্রীর (Wife) বিরুদ্ধে স্বামীকে (Husband)খুন (Murder) করার অভিযোগ। স্বামীর চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে গলায় পা দিয়ে খুন বলে অভিযোগ। বাড়ি থেকে ৩০ কিলোমিটার দূরে বস্তার ভরে দেহ ফেলে আসে স্ত্রী। ঘটনাটি ঘটেছে কর্ণাটকের (Karnataka) তুমকুরু জেলার কাদাশেট্টিহালি গ্রামে। মৃতের নাম শঙ্করমূর্তি। বয়স ৫০। তিনি একটি ফার্মহাউসের কেয়ারটেকার ছিলেন। তাঁর স্ত্রীর নাম সুমঙ্গলা। সে একটি স্কুলের হোস্টেলের রাঁধুনির কাজ করত। বেশ কিছুদিন বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিল স্ত্রী। নাগারাজু নামে এক ব্যক্তির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সুমঙ্গলার। এই নিয়ে প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে বচসা লেগে থাকত।
প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন, গ্রেফতার স্ত্রী
সুমঙ্গলা ও নাগারাজুর প্রেমের সম্পর্কে বারেবারে বাধা হয়ে দাঁড়াচ্ছিলেন শঙ্করমূর্তি। তাই তাঁকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে এই যুগল। সেই পরিকল্পনামাফিক গত ২৪ জুন প্রেমিকের সঙ্গে মিলে শঙ্করমূর্তির চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে তাঁকে লাঠি দিয়ে মারধর করে। তারপর তাঁর গলায় পা দিয়ে হত্যা তাঁকে করে। খুনের পর দেহ বস্তায় ভরে ৩০ কিলোমিটার দূরে একটি ফার্মের কুয়োর ফেলে দেওয়া হয়। প্রথমে নিখোঁজ ডায়েরি করা হলেও। সুমঙ্গলার উপর সন্দেহ হয় পুলিশের। এরপর তাকে জেরা করতেই সব সত্য বেরিয়ে আসে। ইতিমধ্যেই স্ত্রী ও তার প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ।
ফের মিরাট কাণ্ডের ছায়া, প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন স্ত্রীর
'Threw chili powder in eyes, crushed neck with foot...': Wife kills husband with lover's help in Karnataka#Karnataka #murder #police #Crime https://t.co/B56YabP9Lu
— IndiaTV English (@indiatv) June 29, 2025