দিল্লিতে ক্লাউড সিডিং (ছবিঃX)

নয়াদিল্লিঃ দিওয়ালি (Diwali) উদযাপনের জেরে বিষে ঢেকেছিল দিল্লির (Delhi) আকাশ। এই দূষণের (Pollution) হাত থেকে দিল্লিকে রক্ষা করতে প্রযুক্তির সাহায্যে মেঘের গরভে বোনা হয়েছিল বীজ। ক্লাউড সিডিং ছিল একমাত্র বাঁচার রাস্তা। কিন্তু তাতেও কাজ হল না বললেই চলে। ছিটেফোঁটা বৃষ্টিতে ভিজল না দিল্লি শহর। কেন আশানুরূপ বৃষ্টি হল না? মুখ খুললেন আইআইটি কানপুরের ডিরেক্টর মনীন্দ্র আগরওয়াল। তিনি জানান, আর্দ্রতার কারণেই মূলত কৃত্রিম বৃষ্টি হয়নি।

দিল্লির বাতাসকে দূষণমুক্ত করতে বিমান থেকে মেঘের উপর ড্রাই আইস, সিলভার আয়োসাইড, আয়োডাইজ়ড লবণ ও রক সল্ট ছড়িয়ে দেওয়া হয়। এর জন্য আইআইটি কানপুরের সঙ্গে মৌ চুক্তি স্বাক্ষর পর্যন্ত করে দিল্লি সরকার। মঙ্গলবার সকালে তার ট্রায়াল হতেই ফল মেলে না সেভাবে। বৃষ্টি হয় নামমাত্র। এরপরই সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আইআইটি কানপুরের ডিরেক্টর মনীন্দ্র আগরওয়াল বলেন, "এটা একটা বিকল্প বৃষ্টির ব্যবস্থা ছিল। তবে এখনও পর্যন্ত খুব একটা বৃষ্টি হয়নি। তাই এই প্রক্রিয়াকে সফল বলা যাবে না কোনওভাবেই। মেঘে আর্দ্রতার পরিমাণ ছিল ১৫ থেকে ২০ শতাংশ। এত কম আর্দ্রতায় বৃষ্টির সম্ভাবনা থাকে না।" ফের আজ, অর্থাৎ বুধবার ক্লাউড সিডিং ট্রায়াল হবে বলে জানিয়েছেন তিনি।

দিল্লিতে ডাহা ফেল 'বিকল্প বৃষ্টি', কেন সফল হল না ক্লাউড সিডিং? জানালেন আইআইটি ডিরেক্টর