গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর: অসম (ACS) সরকারের অফিসার নূপুর বোরাকে (Who is Nupur Bora) নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। গোটা দেশের নজরে রয়েছেন এই মুহূর্তে নূপুর বোরা। ২ কোটি নগদ টাকা এবং বহু মূল্যের সোনা গয়না উদ্ধার করা হয়েছে নূপুর বোরার বাড়ি থেকে। ফলে অসমের (Assam) এই উচ্চ পদাধিকারিক অফিসারকে গ্রেফতার করা হয়েছে, তাঁর বাড়ি থেকে কাড়ি কাড়ি টাকা উদ্ধারের পর।
হিমন্ত বিশ্বশর্মা সরকারের অফিসার নূপুর বোরাকে গ্রেফতারির পর তাঁর বাড়ি থেকে ব্যাগে ভরে গাদা গাদা টাকা উদ্ধার করা হয়েছে। এমন দৃশ্য যখন প্রকাশ্যে আসে, তা নাড়িয়ে দেয় গোটা দেশকে।
আরও পড়ুন: Assam: আমলার বাড়িতে হানা দিয়ে উদ্ধার ২ কোটি টাকার সম্পত্তি
রিপোর্টে প্রকাশ, নূপুর বোরার বাড়ি থেকে ১ কোটি নগদ টাকা উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে ১ কোটি টাকার গয়না বাজেয়াপ্ত করা হয়েছে। সোনা, হিরের গয়না উদ্ধার হয় নূপুরের বাড়ি থেকে। সেই সঙ্গে নূপুর বোরা যে সমস্ত সম্পত্তি ভাড়া দিয়েছেন, সেখান থেকেও ১০ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। এই হাই প্রোফাইল অফিসারের গ্রেফতারির পর প্রশ্ন উঠতে শুরু করে কে এই নূপুর বোরা?
নূপুর বোরার জন্ম এবং পড়াশোনা
১৯৮৯ সালের ৩১ মার্চ জন্ম হয় নূপুর বোরার। অসমের গোলাঘাট জেলায় নূপুরের জন্ম হয়। ব্যাচেলর অফ আর্টস নিয়ে পড়াশোনা করেন নূূপুর। প্রথমে গুয়াহাটি বিশ্ববিদ্যালয় পরে কটন কলেজ থেকে পড়াশোনা সারেন নূপুর। অসম সিভিল সার্ভিসের অফিসার হিসেবে যোগ দেওয়ার আগে নূপুর ছিলেন অধ্যাপক একটি সরকারি কলেজের।
অসম সিভিল সার্ভিসে নূপুরের কেরিয়ার
২০১৯ সালে অসম সিভিল সার্ভিসের চাকরিতে যোগ দেন নূপুর বোরা। করবি আংলংয়ের অ্যাসিসটেন্ট কনমিশনার পদে যোগ দেন তিনি।
নূপুরের বিরুদ্ধে ওঠা অভিযোগ
গত ৬ বছর ধরে অসম সিভিল সার্ভিস কমিশনের অফিসে কর্মরত নূপুর বোরা। ৬ বছরের চাকরি এবং তা থেকে পাওয়া বেতনের বাইরে যে হারে সম্পত্তি নূপুর গড়ে তোলেন, তা দেখেই সন্দেহ দানা বাঁধতে শুরু করে। এরপর হঠাৎ করেই নূপুরের বাড়িতে তল্লাশি হয়। আর সেখান থেকে কোটি কোটি টাকা এবং সোনা, গয়না উদ্ধার করে পুলিশ।
অসম সিভিল সার্ভিসের অফিসারের পাশাপাশি নূপুর বোরার ফ্যাশন নিয়েও জোর চর্চা হয় এক সময়। গুয়াহাটিতে যেমন তাঁর বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে, তেমনি একাধিক সম্পত্তির মালিক তিনি। কোথা থেকে কীভাবে নূপুর বোরা এই অগাধ সম্পত্তির মালিক হলেন, তা নিয়ে জোর তদন্ত, তল্লাশি শুরু হয়েছে।