নুপুর বরা (ছবিঃX)

নয়াদিল্লিঃ অসমের (Assam) আমলার বাড়িতে অভিযান চালিয়ে উদ্ধার নগদ ৭৫ লক্ষ টাকা ও সোনার গয়না। আগেই ওই মহিলার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। সেই মামলার তদন্তের স্বার্থে গতকাল অর্থাৎ সোমবার তাঁর বাড়িতে অভিযান চালানো হয়। এই অভিযানেই উদ্ধার হয় টাকা ও গয়না। জানা গিয়েছে, ওই তরুণীর নাম নুপুর বরা। অসমের লিগাঁওয়ের গোরাইমারি এলাকার গোটানগরের বাসিন্দা। এদিন তাঁর ফ্ল্যাটে হানা দেন অসম পুলিশের ভিজিল্যান্স এবং দুর্নীতি দমন শাখার আধিকারিকরা। এই অভিযানেই তাঁর বাড়ি থেকে উদ্ধার হয় টাকা ও গয়না। সব মিলিয়ে তাঁর ফ্ল্যাট থেকে ২ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এদিন গুয়াহাটির বাড়ি ছাড়াও আরও তিন জায়গায় অভিযান চালানো হয়। প্রসঙ্গত, নুপুরের বিরুদ্ধে জমি সংক্রান্ত দুর্নীতির অভিযোগ ওঠে। তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন বসাগরের বিধায়ক অখিল গগৈ-ও। টাকার বিনিময়ে জমির রেকর্ড বদলে দেওয়ার অভিযোগ ওঠে। এই বিষয়টি জানার পরেই নুপুর বরার বিরুদ্ধে তদন্ত চালানোর নির্দেশ দেওয়া হয়। গোপনে তদন্ত চালানোর নির্দেশ দেওয়া হয়। গত ছ’মাস ধরে সেই তদন্ত চলে। তার পরেই ওই আধিকারিকের বাড়িতে অভিযান চালানো হয়।

আমালার বাড়িতে হানা দিয়ে উদ্ধার ২ কোটি টাকার সম্পত্তি