নয়াদিল্লিঃ মহারাষ্ট্রের (Maharashtra) থানে (Thane)থেকে উদ্ধার ৫.৬ কিলোগ্রাম ওজনের তিমির বমি(Whale Vomit) বা অ্যাম্বারগ্রিস। যার আনুমানিক বাজারমূল্য ৬.২০ কোটি টাকা। অভিযুক্তদের নাম ব্যক্তিদের নাম অনিল ভোসলে, অঙ্কুশ শঙ্কর মালি এবং লক্ষ্মণ শঙ্কর পাতিল। তিনজনই নভি মুম্বইয়ের(Navi Mumbai) বাসিন্দা। জানা গিয়েছে, পাইপলাইন রোড থেকে বদলাপুরে(Badlapur) এই অ্যাম্বারগ্রিস পাচার করছিল বলে খবর। আগে থেকেই এই খবর ছিল পুলিশের কাছে। সেই মতো ডোম্বিভলি শহরের মানপাদা এলাকায় অনুসন্ধান অভিযান শুরু পুলিশ, শুরু হয় নাকা চেকিং। আর এরপরই ধরা পড়ে অভিযুক্তরা। তাদের বিরুদ্ধে বন্যপ্রাণ সুরক্ষা আইনের ধারায় এফআইআর নথিভুক্ত করা হয়েছে। মঙ্গলবার পর্যন্ত অভিযুক্তদের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। তাদের কাছ থেকে বেশ কয়েকটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। এই সব মোবাইল ঘেঁটে এই চক্রের সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কি না তা বের করার চেষ্টা করছে মুম্বই পুলিশের অপরাধদমন শাখা। প্রসঙ্গত, তিমির বমি বা অ্যাম্বারগ্রিস মূলত সুগন্ধি তৈরিতে এই পদার্থ ব্যবহার করা হয়।
পুলিশের নাকা চেকিংয়ে উদ্ধার ৬.২০ কোটি টাকার তিমির বমি
Whale Vomit Worth ₹ 6.20 Crore Seized by Thane Police - Earthlings 1997 https://t.co/XcASzfsVhm
— Earthlings 1997 (@Earthlings1997) September 29, 2024