Rain Alert (Photo Credit: Twitter)

কলকাতা: টানা তিন দিন বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। আগামিকাল থেকে বৃষ্টিতে ভিজবে বাংলা (Bengal)। আবহাওয়ার পূর্বাভাষ, বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হচ্ছে, নিম্নচাপের জেরেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের একাধিক জেলায়। আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি শুরু হতে পারে, সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী শনিবার হাওড়া, হুগলি দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, ও কলকাতা শহরে ভারী বৃষ্টি হতে পারে। আগামী রবিবার অর্থাৎ একুশে জুলাই তৃণমূলের শহিদ সভার দিনও কলকাতা বৃষ্টিতে ভিজবে বলে আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরবঙ্গে সপ্তাহ জুড়ে বৃষ্টি চলবে। বৃহস্পতিবার, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহারের কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। কলকাতাতেও বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে শুক্রবার।