কলকাতা, ৩ জুন: করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা গৌতম চৌধুরি৷ মূলত রাজ্য সরকারের কোভিড যুদ্ধে একেবারে শুরু থেকেই কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছিলেন গৌতমবাবু৷ এই করোনা পরিস্থিতিতে নিখরচায় যে অ্যাম্বুল্যান্স পরিষেবা রাজ্য সরকার চালাচ্ছে, তার দায়িত্বে ছিলেন এই স্বাস্থ্য অধিকর্তা৷ ভিনরাজ্য থেকে ভ্যাক্সিন নিয়ে আসা ও তার সমবন্টন সবটাই দেখভাল করতেন গৌতম চৌধুরি৷ একেবারে প্রথম সারিতে থেকে করোনা যুদ্ধে লড়ছিলেন তিনি৷ এপ্রিল মাসের সেষের দিকেই মারণ রোগের কবলে পড়েন৷ শারীরিক অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ায় তাঁকে বাইপাস লাগোয়া মেডিকা সুপারস্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করা হয়৷ সেখানেই মারা গেলেন রাজ্যের এই স্বাস্থ্য অধিকর্তা৷ আরও পড়ুন-Mehul Choksi’s Bail Rejected: ডোমিনিকার আদালতে খারিজ মেহুল চোকসির জামিনের আবেদন
মহামারী করোনা রাজ্য সরকারের শীর্ষ পদাধিকারী থেকে শুরু করে শাসকদলের বিধায়কদের প্রাণ কেড়েছে৷ করোনায় প্রয়াত হয়েছেন মুখ্যমন্ত্রীর ভাইও৷ প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের ভাই তথা বিশিষ্ট সাংবাদিক অঞ্জন বন্দ্যোপাধ্যায়কে কেড়ে নিয়েছে করোনা৷