Aroop Biswas. (Photo Credits: Twitter)

কলকাতা ১ জানুয়ারি: করোনার (Corona Virus) ঢেউ ঢুকে পড়ল মমতা বন্দোপাধ্যায়ের মন্ত্রিসভাতেও। কোভিডে আক্রান্ত হলেন রাজ্যের বিদ্যুত ও ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস (Aroop Biswas)। এদিন সকাল থেকেই অরূপ বিশ্বাসের শরীর ভাল ছিল না। এরপরই তাঁর কোভিড পরীক্ষা করা হয়। কোভিড পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসে অরূপ বিশ্বাসের। কোনও ঝুঁকি না নিয়ে টালিগঞ্জের বিধায়ক তথা মন্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে তিনি এখন ভাল আছেন বলে খবর।

ক দিন আগেই করোনায় আক্রান্ত হয়েছিলেন তৃণমূলের অভিজ্ঞ বিধায়ক তাপস রায়। ক দিন আগেই কলকাতা পুরসভার মেয়র ও মেয়র পারিষদের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকা বেশ কয়েকজনের দেহে করোনা ধরা পড়ে। মেয়র পারিষদ স্বপন সমদ্দার সহ অনেক কাউন্সিলারের কোভিড রিপোর্ট পজেটিভ আসে। বিধানসভা নির্বাচনের আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়। এদিনই মহারাষ্ট্রে করোনায় আক্রান্ত হন রাজ্যের ৩০ জন মন্ত্রী-বিধায়ক। আরও পড়ুন: করোনার পর এবার 'ফ্লোরোনা', ইজরায়েলে ধরা পড়ল প্রথম সংক্রমণ

দেখুন টুইট

গত কয়েকদিনে কলকাতার করোনা পরিস্থিতি উদ্বেগজনক পরিস্থিতিতে গিয়েছে। কলকাতায় সংক্রমিতর সংখ্যা আরও বেড়েছে। আজ, কলকাতায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,৯৫৪-তে। যা বৃহস্পতিবারের তুলনায় অনেকটাই বেশি। কলকাতার পাশাপাশি উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, হুগলিতেও সংক্রমণ বাড়ছে হু হু করে। সবকিছু মিলিয়ে পশ্চিমবঙ্গে ক্রমাগত বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা।

এদিকে ওমিক্রন যেভাবে গোটা বিশ্বের পাশাপাশি ভারতে থাবা বসাচ্ছে, তাতে শিগগিরই ছবিটা পালটে যেতে পারে। ডেল্টার (Delta) জায়গায় ওমিক্রনই সবচেয়ে সংক্রমিত ভাইরাসের জায়গা নেবে। এমনই মনে করছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।