মমতা বন্দ্যোপাধ্যায় (Photo Credits: ANI/File)

কলকাতা, ১৪ সেপ্টেম্বর: Mamata Banerjee on Hindi Diwas: আজ হিন্দি দিবস (Hindi Diwas)। সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় দেশজুড়ে নেতামন্ত্রীরা হিন্দি দিবসের শুভেচ্ছা জানান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee) শনিবার টুইট করে হিন্দি দিবসের শুভেচ্ছা জানান। শুধু তাই নয় সকল ভাষা ও সংস্কৃতিকে সম্মান করার কথাও জানিয়ে দেন টুইটে। তিনি টুইটে লেখেন, 'হিন্দি দিবস উপলক্ষ্যে মত অনেক শুভেচ্ছা। আমাদের উচিত সমস্ত ভাষা ও সংস্কৃতিকে সমানভাবে সম্মান দেওয়া উচিত। আমরা অনেক ভাষায় শিখি বা বলতে পারি কিন্তু নিজের মাতৃভাষা কখনোই ভুলে যাওয়া উচিত নয়।'

 

আজ হিন্দি দিবসে (Hindi Diwas 2019) হিন্দি ভাষাকে দেশের রাষ্ট্রীয় ভাষা (National language) করার আবেদন জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের এই টুইট। অন্যদিকে তেলেঙ্গানার (Telengana) মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও (K Chandrasekhar Rao) সকলকে হিন্দি দিবসের অনেক শুভকামনা জানান। তেলেঙ্গানা মুখ্যমন্ত্রীর অফিসিয়াল টুইটার পেজে লেখা হয়,' মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও সকলকে হিন্দি দিবসের অনেক শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি সমস্ত হিন্দি ভাষাভাষী ও সংস্কৃতির লোকজনকে শুভকামনা জানিয়েছেন।' আরও পড়ুন, হিন্দিকে জাতীয় ভাষা করার আবেদন জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

উত্তরাখণ্ডের (Uttarakhand) মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত (Trivendra Singh Rawat) হিন্দি ভাষার ওপর জোর দিয়ে বলেছেন, এই ভাষা ভারতকে একটি আলাদাই পরিচিতি দিয়েছে। তিনি টুইটে জানান, 'হিন্দি ভাষার দিবসের শুভেচ্ছা সমস্ত ভাষাপ্রেমীদের। হিন্দি শুধু একটি ভাষায় নয়, এটি একটি সংস্কৃতিও। এটি ভারতকে এক নতুন পরিচয় দিয়েছে '।

রাজস্থানের (Rajasthan) মুখ্যমন্ত্রী অশোক গেহলেটও (Ashok Gehlot) টুইট করে হিন্দি ভাষা দিবসের শুভেচ্ছা জানান। ২৫৮ মিলিয়ন মানুষ হিন্দি ভাষায় কথা বলে। এদিকে অমিত শাহর এক রাষ্ট্র, এক ভাষা নিয়ে চলছে নিন্দার ঝড়। দক্ষিণী রাজ্যগুলি এর চরম নিন্দা করেছে।