কলকাতা: আগামী আটই জুলাই এক দফায় পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন (West Bengal Panchayat elections 2023) হবে বলে গতকালই ঘোষণা করেছেন সদ্য রাজ্য নির্বাচন কমিশনার পদে বসা রাজীব সিনহা। আর তারপর শোরগোল পড়ে গেছে বঙ্গ রাজনীতিতে। বিরোধী রাজনৈতিক দলগুলি অভিযোগ করছে, এভাবে এত কম সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত করে এক দফায় ভোট করিয়ে ২০১৮ সালের স্মৃতি মনে করিয়ে দেবে পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসীন তৃণমূল কংগ্রেস। কলকাতার রাজপথে কোনও সমস্যা না হলেও রক্তাক্ত হয়ে উঠবে গ্রামের মেঠোপথ!
এই সব বিষয় নিয়ে তুঙ্গে যখন জল্পনা! ঠিক তখনই আসন্ন পঞ্চায়েত নির্বাচনে (forthcoming Panchayat elections) কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী (Central Paramilitary Forces) চেয়ে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসকে (West Bengal Governor CV Anand Bose) চিঠি লিখলেন বঙ্গ বিজেপির সভাপতি ও বালুরঘাটের সাংসদ ডঃ সুকান্ত মজুমদার (West Bengal BJP President & MP Dr Sukanta Majumdar)। বর্তমানে পশ্চিমবঙ্গের যা পরিস্থিতি। যেভাবে বিভিন্ন জায়গায় দুষ্কৃতীরাজ চলছে বা গণতান্ত্রিক ব্যবস্থাকে ভুলন্ঠিত করা হচ্ছে। সেখানে রাজ্য প্রশাসন ও পুলিশের অধীনে ভোট হলে তা প্রহসনে পরিণত হবে বলেও নিজের চিঠিতে উল্লেখ করেছেন সুকান্ত মজুমদার।
আর তাই কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানে যাতে আসন্ন পঞ্চায়েত নির্বাচন করা হয় সেই আবেদন জানিয়ে শনিবার পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি লিখেছেন বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। আরও পড়ুন: West Bengal Statehood Day: মর্যাদার ৭৩ বছর, জানেন কি বাংলা কবে রাজ্যের মর্যাদা পেয়েছিল?
West Bengal BJP President & MP, Dr Sukanta Majumdar writes to Governor requesting the deployment of Central Paramilitary Forces during the forthcoming Panchayat elections alleging deteriorating law and order situation in the state. pic.twitter.com/rf3fQ7YIr0
— ANI (@ANI) June 10, 2023
এপ্রসঙ্গে তিনি বলেন, "গতকালই একজন কংগ্রেস কর্মী খুন হয়েছেন। যদি পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলার অবনতি না ঘটে তাহলে নির্বাচন যত এগিয়ে আসছে তত খুনের সংখ্যা বাড়ছে কেন। তাই পঞ্চায়েত নির্বাচনের সময় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার অনুরোধ নিয়ে রাজ্যপালের দ্বারস্থ হয়েছি আমরা।"
#WATCH | "Yesterday, a Congress worker was murdered...if the law & order in West Bengal is intact, why do murders happen when elections are nearing?...We have requested the Governor for deployment of the Central forces during the panchayat election. We have also requested that no… pic.twitter.com/M9t65VezvW
— ANI (@ANI) June 10, 2023