কলকাতাঃ ছুটির (Holiday) সকালে (Morning)রোদ ঝলমলে বঙ্গের আকাশ। রবিবার বাংলায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। আগামিকাল অর্থাৎ সোমবার পর্যন্ত আবহাওয়ার খুব একটা হেরফের হবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস। তবে আগামী মঙ্গলবার মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের কাছাকাছি আসার সম্ভাবনা থাকায় দুর্যোগের পূর্বাভাস জারি থাকবে। মঙ্গলবার থেকে ব্রজবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু জেলায়।
ছুটির দন কেমন থাকবে বঙ্গের আকাশ? জানাল হাওয়া অফিস
তবে, আজ রবিবার কলকাতায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও হতে পারে। কিন্তু বৃষ্টি হলেও আদ্রতাজনিত কারণে অস্বস্তি বজায় থাকবে। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৯ ডিগ্রি কম। এছাড়া ১.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৯ ডিগ্রি কম। শনিবার কলকাতার বাতাসে আর্দ্রতার সর্বাধিক মাত্রা ছিল ৯৪ শতাংশ। পাশপাশি সর্বনিম্ন মাত্রা ছিল ৭০ শতাংশ। শনিবারজুড়ে কলকাতায় ৬.৮ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর। ছুটির দিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও, উত্তরবঙ্গের আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
রবিতে দিনভর কেমন থাকবে বাংলার আবহাওয়া?
Kolkata To See Break From Heavy Rain Before It Lashes Again From THIS Date - See Forecasthttps://t.co/op54VOBIWs
— TIMES NOW (@TimesNow) August 31, 2025