প্রতীকী ছবি (Photo Credits: ANI)

কলকাতাঃ রবিবার (Sunday) সকাল থেকেই আকশের (Sky) মুখ ভার। বঙ্গের (West Bengal) আকাশে ফের মেঘের ঘনঘটা। রবিবার থেকে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস। আগামী পাঁচদিনে কোন কোন জেলায় বৃষ্টি? কতটা ভিজবে শহর কলকাতা? বিস্তারিত জানাল আলিপুর আবহাওয়া দফতর। রবিবার এবং সোমবার কলকাতায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গেই ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে হাওয়া। টানা দু'দিন বৃষ্টির পর মঙ্গলে বৃষ্টির দাপট খানিক কমতে পারে বলে জানিয়ছে হাওয়া অফিস। তবে বুধবার পর্যন্ত রাজ্যে বৃষ্টির সতর্কতা জারি রয়েছে।

রবিবার থেকে কেমন থাকবে বঙ্গের আবহাওয়া? জেনে নিন ঝটপট

কলকাতা-সহ হাওড়া, হুগলী, বীরভূম, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, নদিয়ায় ঝড়বৃষ্টির সম্ভাবনা র‍য়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই জেলাগুলিতে। শুধু দক্ষিণবঙ্গই নয়, ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদহে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। অতি ভারী বৃষ্টির সম্ভাবনা  জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। এই দুর্যোগ চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত, এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। এছাড়া আগামী বুধবার অর্থাৎ ২৫ জুন  সমুদ্র সংলগ্ন উপকূল অঞ্চলে ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। আজ, ২২ জুন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস। শনিবার পশ্চিমবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস।

আগামী পাঁচদিন ফের ঝড়বৃষ্টির দাপট, কতটা ভিজবে বাংলা? রইল আবহাওয়ার হালহকিকত