কলকাতা: এবছর মাঘের শীতে বাঘেও কাপছে, বিগত কয়েকদিন ধরে হাড়হিম করা ঠাণ্ডা পড়ছে। এরইমধ্যে বুধবার আবহাওয়া অফিস জানিয়েছে, নতুন করে জলীয় বাষ্প ঢুকতে শুরু করেছে রাজ্যে। দক্ষিণবঙ্গে আজ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৩ ডিগ্রি।
বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ এবং ঝাড়খন্ড ও ছত্তিশগড়ে শীতল বাতাস বাধাপ্রাপ্ত হওয়ায়, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১২টি জেলায় হালকা-মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আরও পড়ুন: PM Modi Reaction Over Bharatratna: কর্পূরি ঠাকুরকে ভারতরত্ন উপাধি, সন্তোষ প্রকাশ প্রদানমন্ত্রী নরেন্দ্র মোদীর
আজ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে ঝাড়গ্রাম, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা। আর হালকা বৃষ্টি হতে পারে, কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া পুরুলিয়ায় ও উত্তর ২৪ পরগনায়।
উল্লেখ্য, মঙ্গলবার কলকাতা শহরে পারদ নেমেছিল ১১.৮ ডিগ্রি সেলসিয়াসে।