Flood Situation In India (Photo Credit: X)

দিল্লি, ৩ সেপ্টেম্বর: বঙ্গে নতুন করে বৃষ্টির পূর্বাভাস (Weather Update) জারি করা হয়েছে। বঙ্গপোসাগরে (Bay Of Bengal) নতুন করে তৈরি হয়েছে নিম্নচাপ। সেই কারণে আবার বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে রাজ্যে। ইতিমধ্যেই কলকাতা-সহ (Rain In Kolkata) রাজ্যের (West Bengal Weather) একাধিক জায়গায় হালকা বৃষ্টি শুরু হয়েছে। বঙ্গপোসাগরে সৃষ্ট নিম্নচাপ আরও ঘণীভূত হতে শুরু করেছে। তার জেরেই রাজ্যে আবার নতুন করে বৃষ্টির পূর্বাভাষ জারি করা হয়েছে।

এদিকে বাংলার পাশাপাশি একাধিক রাজ্যেও বৃষ্টির পূর্বাভাষ জারি করা হয়েছে। দিল্লিতে জারি করা হয়েছে কমলা সতর্কতা। গাজ়িয়াবাদ (Ghaziabad), নয়ডায় (Noida) কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। অন্যদিকে গুরুগ্রাম (Gurugram) এবং ফরিদাবাদে জারি করা হয়েছে লাল সতর্কতা। বৃষ্টি কমছে না উত্তরের একাধিক রাজ্যে। ফলে এক নাগাড়ে লাল থেকে কমলা সতর্কতা জারি করা হয়েছে একাধিক রাজ্যে।

দেখুন কীভাবে বিপদসীমা পার করে বইছে চেনাব নদী...

 

অন্যদিকে পশ্চিম হিমালয়ে ভারি থেকে অতি ভারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। তবে পাঞ্জাব এবং হরিয়ানায় বৃহস্পতিবার থেকে বৃষ্টি কমবে বলে জানানো হয়েছে।

এদিকে হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, উত্তরাখণ্ড, পাঞ্জাবে অতি বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি যেমন তৈরি হয়েছে। তেমনি ধসও নামছে ক্রমাগত। বন্যা (Flood) এবং ধসের (Landslide) জেরে এই রাজ্যের মানুষ অসহায় হয়ে পড়তে শুরু করেছেন। অন্যদিকে নয়ডা, গাজ়িয়াবাদ, সিমলা, চণ্ডিগড়, জম্মু কাশ্মীরেও বুধবার পর্যন্ত সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে রাখা হয়।

এসবের মধ্যে ফের পাকিস্তানকে (Pakistan Rain) সতর্ক করা হয়েছে দিল্লির (Delhi) তরফে। সুতলেজ নদীর জলে আবারও বন্যা দেখা দিতে পারে পাকিস্তানে। ফলে দিল্লির তরফে এই নিয়ে দ্বিতীয়বার সতর্ক করা হয়েছে ইসলামাবাদকে। এবারের বর্ষার মরশুমে যেভাবে ভাসতে শুরু করেছে ভারতের একাধিক রাজ্য। পাকিস্তানের পরিস্থিতিও খারাপ হতে শুরু করেছে। বিশেষ করে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের অবস্থা সবেচেয়ে খারাপ বলে জানা যাচ্ছে। যেখানে ২ মিলিয়নের বেশি মানুষ বন্যায় ক্ষতিগ্রস্থ বলে খবর।

পিটিআই সূত্রে খবর,মানবিকতার খাতিরে পাকিস্তানকে সতর্ক করা হয়েছে। পাকিস্তান যাতে উপদ্রুত এলাকা থেকে মানুষকে সরাতে পারে, তার জন্যই ওই সতর্কতা জারি করা হয়েছে।