নয়াদিল্লিঃ কখনও অনলাইন (Online) অর্ডার করা খাবারে কখনোও মরা কেন্নো, কিংবা আইসক্রিমে (Ice-cream) মানুষের কাটা আঙুল, সম্প্রতি বারেবারে শিরোনামে এসেছে এই ধরনের ঘটনা। সাধারণ মানুষের স্বাস্থ্যের দায় কার? এই ঘটনার পর উঠতে থাকে সমালোচনার ঝড়। তবে এ বার প্রশ্নের মুখে ছাত্রদের স্বাস্থ্য। তেলেঙ্গানায় (Telangana) বেসরকারি কলেজের হোস্টেলের খাবারে পাওয়া গেল জ্যান্ত ইঁদুর। এক গামলা চাটনির মধ্যে ভাসছে জ্যান্ত ইঁদুর, এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে হায়দরাবাদে সুলতানপুর জওহরলাল নেহরু টেকনোলজিকাল ইউনিভার্সিটির (Jawaharlal Nehru Technological University )মেসে । ছাত্ররা এই ঘটনার ভিডিয়ো করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। নিমেষে ভাইরাল হয় এই ভিডিয়ো।আর ভিডিয়ো ভাইরাল হতেই কাঠগড়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের খাদ্য নিরাপত্তার দায় কার ? সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন নেটিজেনদের একাংশ। কেন বারেবারে একই ধরনের ঘটনা ঘটছে? খাদ্য সুরক্ষা নিয়ে কেন কোনও বড়সড় পদক্ষেপ করছে না সরকার? প্রশ্ন তুলছেন অনেকেই। প্রসঙ্গত, বিগত কিছুদিন ধরে বারেবারে প্রকাশ্যে এসেছে এই ধরনের ঘটনা।
দেখুন সেই ভাইরাল ভিডিয়ো
🚨 A rat was found in a dish in the hostel in Telangana. Scary! pic.twitter.com/iFyVZ7GOfk
— Indian Tech & Infra (@IndianTechGuide) July 9, 2024