ভাইরাল ভিডিয়ো (ছবিঃX)

নয়াদিল্লিঃ কাকিমার (Aunt) সঙ্গে অবৈধ সম্পর্ক(Illicit Relationship)। জোর করে কাকিমার সিঁথিতে সিঁদুর দিতে বাধ্য করল গ্রামবাসীরা। শুধু তাই নয়, বিয়ের আগে যুগলকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল পরিবার ও গ্রামবাসীদের বিরুদ্ধে। লাঠি দিয়ে যুবককে ব্যাপক মারধর করা হয়েছে বলে অভিযোগ। ভাইরাল সেই মুহূর্তের একটি ভিডিয়ো।

জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে বিহারের সুপাল জেলার ভীমপুর থানা সংলগ্ন এলাকায়। পরিবার ও স্থানীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই কাকিমার সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন এই যুবক। কাকিমার স্বামী ও সন্তান রয়েছে। বিবাহিত হওয়ার পরও এই অবৈধ সম্পর্কের কথা জানাজানি হতেই চটেন স্থানীয়রা।

কাকিমার সঙ্গে প্রেম, গ্রামবাসীদের আক্রমণের মুখে যুবক

এই যুগলকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় তাঁরা। জোর করে কাকিমার সিঁথিতে সিঁদুর পরিয়ে তাঁকে বিয়ে করতে বাধ্য করা হয়। বিয়ে দেওয়ার আগেই যুবককে বেধড়ক মারধর করা হয়। ভাইরাল ভিডয়োতে দেখা যাচ্ছে, ওই যুবককে লাঠি দিয়ে মারধর করছেন কয়েকজন ব্যক্তি। নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন আক্রান্ত যুবক। এই ভিডিয়োতেই দেখা যাচ্ছে, এই গোটা ঘটনা দাঁড়িয়ে দেখছেন তাঁর কাকিমা তথা প্রেমিকা। এরপর ভিডিয়োর শেষে দেখা যায়, ওই মহিলার সিঁথিতে সিঁদুর পরিয়ে বিয়ে করেন ওই যুবক।

 কাকিমার সঙ্গে অবৈধ সম্পর্ক, জানাজানি হতেই ভাইপোকে বেধড়ক মার গ্রামবাসীদের, দেখুন ভিডিয়ো