নয়াদিল্লিঃ ব্যস্ত সময়ে লোকাল ট্রেনের (Local Train) কামরায় হাতাহাতি, কথা কাটাকাটি নিত্যদিনের ঘটনা। ফের সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল (Viral) এরকমই এক ঘটনা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল লোকাল ট্রেনেল তুমুল বচসার ভিডিয়ো। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের থানেতে। লোকাল ট্রেনের জানালার ধারের সিট নিয়ে দুই যুবকের মধ্যে বচসা শুরু হয়। কথা কাটাকাটি থেকে শুরু হয় হাতাহাতি। তারপর চলে চড়, ঘুষি। মারপিট করতে করতে চলন্ত ট্রেনের দরজার সামনে চলে যান দুই যুবক। প্রথমে বিষয়টিতে বিশেষ গুরুত্ব দেননি সহযাত্রীরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে শুরু করলে দু'জনকে থামানোর চেষ্টা করেন সহযাত্রীরা। এই গোটা ঘটনা ক্যামেরাবন্দি করেন কোনও এক সহযাত্রী। কিছুক্ষণ পরে ট্রেন থেকে নেমে যান ওই দুই যুবক। আরও পড়ুনঃ সংসারে টানাটানি, এক মাসের শিশুকে বিক্রি করে বাধ্য হলেন বাবা-মা
লোকাল ট্রেনে মারামারি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়ো
অন্যদিকে এই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নানা প্রতিক্রিয়া দিচ্ছেন নেটিজেনরা। কেউ বলছেন, "জানলার ধারে বসার জন্য এই আচরণ? শুভ বুদ্ধির উদয় হোক দু'জনের। " কেউ আবার বলছেন, "এই ধরনের লোকেদের রাস্তাঘাটে চলাচল করাই উচিত নয়।" কারও মন্তব্য, "এতই সমস্যা হলে প্রাইভেট গাড়িতে যাতায়াত করুন। সাধারণ মানুষের অসুবিধা করবেন না/"
জানলার ধারের সিট নিয়ে ঝামেলা, ২ যাত্রীর মারপিটের জেরে উত্তাল লোকাল ট্রেনের কামরা
Mumbai Local Train Fight: Video of Men Slapping Each Other Over Seat in Thane-Vashi Train Goes Viralhttps://t.co/evX6ya1FlD#MumbaiLocal #Mumbai #ViralVideo
— Lokmat Times (@lokmattimeseng) September 10, 2025