কলকাতা: পুজোর (Durga Puja) আগের কলকাতা (Kolkata) শহরে রেকর্ড বৃষ্টি(Heavy Rain)। রাতভর বৃষ্টির জেরে বিপন্ন কলকাতা। একরাতের বৃষ্টিতে বানভাসি চেহারা নিয়েছে গোটা শহর। রেহাই পায়নি জেলাগুলিও। প্লাবিত কলকাতা ও শহরতলির নীচু এলাকাগুলি। জল ঢুকেছে বহু বাড়িতে। এক রাতের টানা বৃষ্টিতে মুখ থুবড়ে পড়েছে পুজোর প্রস্তুতি। কোথাও ভেঙে পড়েছে প্যান্ডেল কোথাও আবার তছনছ হয়ে গিয়েছে সাজসজ্জা। সব মিলিয়ে প্রচুর ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়ে হয়েছে পুজো কমিটিগুলোকে। সোমবার রাতের এই বৃষ্টি মেঘভাঙা কিনা তা নিয়ে জল্পনা শুরু হলেও অনেকেই বলছেন, স্মরণকালে এমন বৃষ্টি দেখেনি কলকাতা।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস আগেই দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। কিন্তু পরিস্থিতি যে এতটা ভয়াবহ পর্যায়ে পৌঁছবে তা আঁচ করা যায়নি। সোমবার রাত থেকে শুরু হয় বৃষ্টি। মধ্যরাতে বৃষ্টির তীব্রতা আরও বাড়ে। টানা পাঁচ ঘণ্টা নাগাড়ে বৃষ্টি হয়। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, মবার রাত ১০:৩০ থেকে মঙ্গলবার ভোর ৫টা পর্যন্ত আলিপুরে ২৪৭.৫ মিমি বৃষ্টি রেকর্ড হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় উল্টোডাঙ্গায় ২০৭ মিলিমিটার, বালিগঞ্জে ২৬৪ মিলিমিটার, মানিতলায় ১৬৯ মিলিমিটার, চিংড়িঘাটায় ২৩৭ মিলিমিটার, কালীঘাটে ২৮০.২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
ভোরের আলো ফুটতে বৃষ্টি খানিক কমলেও কাটেনি দুর্যোগের মেঘ। দিনভর বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে শহরের রাস্তার জল নামাতে জোরকদমে চেষ্টা চালাচ্ছে প্রশাসন। কিন্তু জমা জলের পরিমাণ এতটাই বেশি যে পাম্পের সাহায্যে জল নামাতে বেগ পেতে হচ্ছে। জল নামতে সময় লাগবে বলে জানিয়েছেন পুর প্রশাসকেরা।
পুজোর মুখে 'ভিলেন' বৃষ্টি, রাতভর দুর্যোগে বানভাসি শহর, দেখুন ভিডিয়ো
STORY | Very heavy rain paralyses normal life in Kolkata; parts of city inundated
Very heavy showers overnight threw life out of gear in Kolkata and its surrounding areas on Tuesday, with several places inundated under knee-deep water and traffic paralysed.
READ:… pic.twitter.com/gHB5tNjSKc
— Press Trust of India (@PTI_News) September 23, 2025
#Kamdahri, #Garia in #South24Pargana & #Mominpur n #Kolkata recorded 332 mm of extremely heavy rain while #Alipore of @ImdKolkata recorded 247 mm of extremely heavy rain. Rainfall is going to reduce or stop over #Kolkata now. pic.twitter.com/GFdL7ifOvr
— Cyclone Analysers (@CycloneAnalyser) September 23, 2025
Insane rain in #Kolkata all throughout last night! Entire city is water logged!! Pujo shopping gone for a toss🥲 #cloudburst @abpanandatv @BanglaRepublic pic.twitter.com/RE1y1en6o3
— RB_libertarian (@RishiBhattach) September 23, 2025