Vehicles Torched (Photo Credit: X)

নয়াদিল্লি: রাজস্থানের টঙ্ক (Rajasthan Tonk) জেলায় এসডিএমকে চড় মারার ঘটনার পর তোলপাড় শুরু হয়েছে। বুধবার রাতে পুলিশ নরেশ মীনাকে (Naresh Meena) হেফাজতে নিতে দেওলি-উনিয়াড়া পৌঁছলে তাঁর সমর্থকরা ক্ষিপ্ত হয়ে ওঠে। পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে জনতাকে ছত্রভঙ্গ করে দেয় এবং নরেশ মীনাকে হেফাজতে নেয়। এসময় সমর্থকরা যানবাহন ভাংচুর ও আগুন ধরিয়ে দেয়। ক্ষিপ্ত জনতা পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেয়, ভাংচুর করে ও পাথর ছোড়ে। সুযোগ পেয়ে নরেশ মীনাও পুলিশের হেফাজত থেকে পালিয়ে যায়।রাতভর তাণ্ডব চলে, ৮৫ টিরও বেশি গাড়িতে ভাঙচুর চলে, অনেক পুলিশ কর্মী আহত হয়েছেন। দেখুন-

 

দেখুন-

বুধবার রাজস্থানের সাতটি বিধানসভা আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ হয়েছে। টঙ্ক জেলার দেওলি-উনিয়ারা বিধানসভা আসনেও ভোট হয়েছে। ভোট চলাকালীন বুধবার বিকেলে একটি ভোটকেন্দ্রে হট্টগোল হয়। নির্বাচনী দায়িত্বে থাকা এসডিএম অমিত চৌধুরীকে চড় মারেন নির্দল প্রার্থী নরেশ মীনা। তিনি নির্বাচনী দায়িত্বে নিয়োজিত মালপুরার এসডিএম অমিত চৌধুরীর কলার ধরে তাঁকে চড় মারেন। চড় মারার অভিযোগে পুলিশ নরেশ মীনাকে গ্রেফতার করতে এলে তাণ্ডব শুরু হয়। আইজি ওম প্রকাশ জানিয়েছেন, টঙ্ক ভায়োলেন্সে এখন পর্যন্ত আমরা ৬০ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদেরও গ্রেফতার করা হবে।  দেখুন-