ভূমিধসের ধ্বংসস্তূপ থেকে উদ্ধারকাজ এখনও চলছে শিমলায় (Shilma)। সেই বীভৎসতা কাটতেন না কাটতে আবারও ভারি থেকে অতি ভারি বৃষ্টির পূর্বাভাষ (Heavy Rain Alert) দিয়ে হিমাচল প্রদেশ (Himachal Pradesh) এবং উত্তরাখণ্ডে (Uttarakhand) 'কমলা সতর্কতা' জারি করেছে আবহাওয়া দফতর। আগামী ২২-২৪ অগাস্ট দুই রাজ্যে অতি বৃষ্টির পূর্বাভাষ দেওয়া হয়েছে। আজ ২১ অগাস্টও ভারি বৃষ্টির পূর্বাভাষ দিয়ে 'হলুদ সতর্করা' জারি হয়েছে। অবিরাম বৃষ্টির কারণে গত কয়েক মাসে পার্বত্য রাজ্যে ব্যাপক ধ্বংসযজ্ঞ ও মৃত্যু হয়েছে। শনিবার হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে বৃষ্টি-সম্পর্কিত ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৮।
কমলা সতর্কতা জারি
পার্বত্য অঞ্চলে বর্ষার মরসুম শেষের দিকে কিন্তু তা সত্ত্বেও বৃষ্টির বিরাম নেই। আগামী তিন দিন ২২-২৪ হিমাচল (Himachal Pradesh) এবং উত্তরাখণ্ডে (Uttarakhand) ভারি থেকে অতি ভারি বৃষ্টির পূর্বাভাষ দিয়ে 'কমলা সতর্কতা' জারি করা হয়েছে। রবিবারও দুই রাজ্যের বেশ কিছু অংশে হালকা বৃষ্টিপাত হয়েছে।
বৃষ্টির জেরে আবারও হিমাচলের চাম্বা এবং মান্ডি জেলার জলাভূমি এলাকায় আকস্মিক বন্যার মাঝারি ঝুঁকির বিষয়েও সতর্ক করেছে আবহাওয়া দফতর। ভারী বর্ষণের ফলে ভূমিধস, আকস্মিক বন্যা, নদীর জলস্তর বৃদ্ধির পাশাপাশি ফসল ক্ষয়ক্ষতির বিষয়েও সতর্ক করা হয়েছে।
উত্তরাখণ্ডের ৫টি জেলায় সতর্কতা
অবিরাম বৃষ্টির জেরে আকস্মিক বন্যা এবং ভূমিধসের ফলে উত্তরাখণ্ড (Uttarakhand) বিপর্যস্ত। হাওয়া অফিসের তরফে যে পাঁচটি জেলায় সতর্কতা জারি করা হয়েছে তা হল দেরাদুন, নৈনিতাল, পাউরি, চম্পাবন, বাগেশ্বর।