নয়া দিল্লি, ২৪ মেঃ একের পর এক বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) ছুটে চলেছে দেশ জুড়ে। উত্তরাখণ্ড (Uttarakhand) পেতে চলেছে তার প্রথম বন্দে ভারত এক্সপ্রেস। দিল্লি থেকে দেহরাদুন যাত্রা এখন আরও সহজে। আরও আরামে। ২৫ মে, বৃহস্পতিবার দিল্লি দেহরাদুন বন্দে ভারত এক্সপ্রেসের (Dehradun-Delhi Vande Bharat Express) উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এদিন দিল্লি থেকে ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে উদ্বোধন প্রক্রিয়া সম্পন্ন করবেন প্রধানমন্ত্রী।
দেহরাদুন থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবে দেহরাদুন-দিল্লি বন্দে ভারত এক্সপ্রেস (Dehradun-Delhi Vande Bharat Express)। বৃহস্পতিবার উদ্বোধন পর্বে সরাসরি উপস্থিত থাকবেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী (Uttarakhand CM Pushkar Singh Dhami)। দেহরাদুন রেল স্টেশনে হাজির থাকবেন তিনি।
চলতি মাসেই পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের (Puri-Howrah Vande Bharat Express) উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। এটি ওড়িশার প্রথম বন্দে ভারত এক্সপ্রেস। আর বঙ্গের দ্বিতীয়। নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া ছিল পশ্চিমবঙ্গের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস রুট।
১৮ মে পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন প্রক্রিয়া চলাকালীন প্রধানমন্ত্রী এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব স্থির করেছেন, আগামী জুন মাসের মধ্যে প্রত্যেক রাজ্যে এই সেমি হাই স্পিড এক্সপ্রেস পৌঁছে দেওয়া হবে। বন্দে ভারত এক্সপ্রেসের পাশাপাশি বন্দে ভারত মেট্রো নিয়েও জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছেন ভারত সরকার।