Police, Representational Image (Photo Credit: File Photo)

নয়াদিল্লিঃ ঘরের কাজ করতে গিয়ে রিল (Reels) বানানোর সময় (Time) নেই। আর সেই কারণেই কমেছে ইনস্টাগ্রামের (Instagram) ফলোয়ারের সংখ্যা। আর এতেই স্বামীর উপর চটেছেন স্ত্রী। নিজের স্বামীর বিরুদ্ধেই অভিযোগ করতে সোজা পুলিশের দ্বারস্থ স্ত্রী। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হাপুরে। অভিযোগকারিণী তরুণীর নাম নিশা। স্বামীর নাম বিজেন্দ্রর। বর্তমানে স্বামীর কর্মসূত্রে নয়ডায় থাকেন ওই দম্পতি।

ইনস্টাগ্রামে ফলোয়ার কমে যাওয়ায় স্বামীর বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ স্ত্রী

সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের রিল বানান নিশা। কিন্তু বর্তমানে সংসারের কাজ বেড়ে যাওয়ায় রিলসের পিছনে সেভাবে সময় দিতে পারছেন না তিনি। তাঁর দাবি, এই জন্যই ইনস্টাগ্রামে ২ জন ফলোয়ার কমে গিয়েছে তাঁর। আর তার জন্য সরাসরি স্বামী বিজেন্দ্রকেই কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন তিনি। নিশার অভিযোগ, বিজেন্দ্র তাঁকে দিয়ে সংসারের প্রচুর কাজ করান। তাই রাগ করে বাপেরবাড়ি পর্যন্ত চলে যান তিনি। এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মাঝেমধ্যেই বচসা বাঁধত। পাল্টা স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন স্বামী বিজেন্দ্র। তাঁর অভিযোগ, স্ত্রী সংসারের কোনও কাজ করে না সারাক্ষণ ফোনে মুখ গুঁজে বসে থাকে। স্বামী-স্ত্রীর এই বচসায় মহা ফাঁপরে পড়েছে পুলিশ।

 ঘরের কাজ করতে গিয়ে কমে গিয়েছে ইনস্টাগ্রামের ২ জন ফলোয়ার, রাগের চোটে স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের স্ত্রীর