গোরক্ষপুর, ২৬ মেঃ ছাত্রীকে বাড়িতে ডেকে সঙ্গমের প্রস্তাব দিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। লুকিয়ে সেই ঘটনা ক্যামেরাবন্দি করেছেন ওই ছাত্রী। সমাজ মাধ্যমে সেই ভিডিয়ো উঠে আসতেই অভিযুক্ত অধ্যাপকের বিরুদ্ধে শুরু হয় তদন্ত। গোরক্ষপুর পুলিশ অধ্যাপকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন। শুক্রবার সকালে ভিডিয়োটি ধরা দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। গোরক্ষপুর পুলিশের নজরে পড়তেই অধ্যাপকের বিরুদ্ধে জারি হয়েছে তদন্তের নির্দেশ।
ভাইরাল ভিডিয়োয় দেখা যাচ্ছে, অভিযুক্ত শিক্ষক নানা অছিলায় ওই ছাত্রীকে স্পর্শ করার এবং তাঁর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করার প্রস্তাব দিচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের ভালো মানুষের মুখোশ টেনে ছিঁড়ে দিতেই সেই দৃশ্য লুকিয়ে ক্যামেরাবন্দি করেছেন ছাত্রী। এরপর সেই ভিডিয়ো সে শেয়ার করে সোশ্যাল মিডিয়ায়।
দেখুন সেই ভিডিয়ো...
UP के जौनपुर के पूर्वांचल विश्वविद्यालय का HOD छात्रा से मांग रहा था किस, सेक्स, छात्रा ने बना दिया वीडियो, वायरल वीडियो का संज्ञान लेते हुए पुलिस ने जांच के निर्देश दिए हैं।
#UttarPradesh #PurvanchalUniversity #Jaunpur #UPPolice #ViralVideo pic.twitter.com/1mEQpBNUQ9
— NMF News (@NMFNewsOfficial) May 26, 2023
গোরক্ষপুর পুলিশ সূত্রে খবর, যদিও অধ্যাপকের বিরুদ্ধে এখনও কোন লিখিত অভিযোগ দায়ের করেননি ওই ছাত্রী।