Man Beaten to Death Inside Moving Train Over Seat Dispute in Uttar Pradesh (Photo Credits: X)

ট্রেনে বসার সিট নিয়ে যাত্রীদের মধ্যে লাগল অশান্তি। বচসা গড়াল হাতাহাতিতে। পরিস্থিতি এতই তেতে উঠল যে এক যাত্রী পিটিয়ে খুন হলেন। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) শামলি থেকে দিল্লি যাচ্ছিল দূরপাল্লার ট্রেনটি। চলন্ত ট্রেনের মধ্যেই সহ-যাত্রীদের হাতে মার খেয়ে মৃত্যু হয়েছে এক যুবকের। ট্রেনের মধ্যে বিশৃঙ্খলতার সেই দৃশ্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা যাচ্ছে যাত্রীরা দল বেঁধে চড়াও হয়েছেন ওই যুবকের উপর। তাঁকে বেধড়ক মারধর করছেন সকলে মিলে। এলোপাথাড়ি মারধরের চোটে মারা গিয়েছেন ওই যুবক। পিটিয়ে খুন হওয়া যুবকের নাম দীপক যাদব। দিল্লির ভাগীরথ প্যালেসে কাজ করতেন তিনি। সপ্তাহন্তের ছুটিতে বাড়ি ফিরছিলেন তিনি। কিন্দীযু পকের আর বাড়ি ফেরা হল না।

চলন্ত ট্রেনের মধ্যে যুবককে পিটিয়ে খুন