প্রতীকী ছবি

জালাউন, ৩০ সেপ্টেম্বরঃ বাড়ি থেকে উদ্ধার অন্তঃসত্ত্বা মহিলার মৃতদেহ। শুক্রবার উত্তরপ্রদেশের (Uttar Pradesh) জালাউনে এক বাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় মহিলাকে পড়ে থাকতে দেখে তাঁর পরিবার। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। মৃতদেহের পাশ থেকে কিছু ভাঙা চুড়ি উদ্ধার করেছে পুলিশ। মৃতকে ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে। ঘটনায় চাঞ্চল্য় ছড়িয়েছে গোটা এলাকায়।

আরও পড়ুনঃ স্ত্রীকে হত্যার অভিযোগে যাবজ্জীবন কারাদন্ড, নির্দোষ প্রমাণিত হওয়া ব্যক্তিকে ক্ষতিপূরণের নির্দেশ রাজস্থান হাইকোর্টের

অন্তঃসত্ত্বা মহিলার মৃত্যুকে প্রাথমিকভাবে খুন বলেই মনে করছেন পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। পুলিশ সূত্রে খবর, মৃত মহিলার নাম রাখি দেবী। আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন তিনি। অন্যদিকে মহিলার স্বামী রাজেন্দ্র ঘটনার পর থেকেই নিখোঁজ। পুলিশ জানিয়েছে, ২০২১ সালে রাজেন্দ্র এবং রাখির বিবাহ হয়। বিয়ের পর থেকেই দম্পতির সংসারে অশান্তি নিত্য সঙ্গী। স্বামী রাজেন্দ্র মাদকাসক্ত ছিলেন বলেই জানা যাচ্ছে। মহিলার মৃত্যুতে পুলিশের সন্দেহের তির নিখোঁজ স্বামীর দিকেই যাচ্ছে।

শুক্রবার বাড়িতে একাই ছিলেন রাখি দেবী। শ্বশুর বাড়ির সদস্যরা কাজে বাইরে গিয়েছিল। সেই সময়ে মদ্যপ অবস্থায় বাড়ি এসে স্ত্রীকে খুন করেছে রাজেন্দ্র, অনুমান পুলিশের। ধস্তাধস্তিতে রাখি দেবীর হাতের চুড়ি ভেঙেছে। এক পুলিশ কর্মকর্তা জানাচ্ছেন, আট মাসের গর্ভবতী ছিলেন রাখি দেবী। দম্পতির মধ্যে প্রায়ই ঝগড়া হত। প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, স্ত্রীকে সন্দেহ করতেন রাজেন্দ্র। স্ত্রীকে যখনই তিনি ফোনে কারও সঙ্গে কথা বলতে দেখতেন তখনই তাঁর ফোন চেক করতেন। সেই সন্দেহ থেকেই খুনের ঘটনা ঘটিয়েছেন কিনা তদন্ত চলছে।