লখনউ, ৯ মার্চঃ ভাই-বোনের মধ্যে অবৈধ সম্পর্ক। প্রতিবাদ করায় মাকে খুন করে পলাতক দুই অভিযুক্ত সৎ ভাই বোন। উত্তরপ্রদেশ (Uttar Pradesh) উন্নাও জেলার (Unnao) ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
আরও পড়ুনঃ ভুগছিলেন অবসাদে, আত্মহত্যা ক্যানসার আক্রান্ত বৃদ্ধার
জানা গিয়েছে, মৃতা মহিলার নাম শান্তি সিংহ। তিনবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন মৃতা। তাঁর দ্বিতীয় পক্ষের ছেলের সঙ্গের তৃতীয় পক্ষের মেয়ের অবৈধ সম্পর্কের কথা জানতে পারা মাত্রই মেয়ে পুজার অন্যত্র বিয়ের ঠিক করেন তিনি। কিন্তু সৎ দাদা শিবমকে ছাড়া অন্য কাউক বিয়ে করতেই সে নারাজ। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় সৎ ভাই বোন মিলে মাকে খুন করে দিল্লি পালিয়ে যান একসঙ্গে থাকবেন বলে।
উন্নাওয়ের বন্ধু বিহার এলাকার ভাড়া বাড়ি থেকে পুলিশ উদ্ধার করেছে মহিলার মৃতদেহ। মৃতার গলায়, মুখে একাধিক ছুরির কোপের দাগ রয়েছে। ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে মৃতদেহ।
পুলিশ সূত্রে খবর, দিল্লি থেকে অভিযুক্ত ছেলে এবং মেয়ে দুজনকেই গ্রেফতার করেছে করা হয়েছে।