লখনউ, ১০ মার্চঃ নিখোঁজ হওয়ার মেয়ের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হল গ্রাম থেকে কিছুটা দূরে এক গাছ থেকে। গত বুধবার দোলের দিন সকাল থেকেই মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। দিশেহারা বাবা মা মেয়ের নিখোঁজ হওয়ার একটি অভিযোগ দায়ের করেন থানায়।
বৃহস্পতিবার দুপুরে ১৪ বছরের নাবালিকা মেয়ের গাছ থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতার পরিবারের দাবি তাঁদের মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে। মৃতদেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্যে।
আরও পড়ুনঃ বৃদ্ধার সোনার চেন ছিনতাইয়ের চেষ্টা, রুখে দাঁড়াল নাতনি, সাহসিকতার জয়জয়কার
পুলিশকে নাবালিকার পরিবার জানায়, দোলের দিন সকালে পশ্যখাদ্য সংগ্রহ করতে বেরিয়েছিল তাঁদের মেয়ে। কিন্তু তার পর থেকে আর বাড়ি ফেরেনি। বাধ্য হয়ে তাঁরা থানায় অভিযোগ জানিয়েছিল। তাঁরা এও দাবি করছেন, কেউ তাঁদের মেয়েকে ধর্ষণ করে তারপর তাঁকে খুন করে তারই ওড়না নিয়ে গলায় ফাঁস দিয়ে গাছ থেকে ঝুলিয়ে দেয়। যাতে প্রাথমিক ভাবে দেখে এটি আত্মহত্যা বলে মনে হয়।
এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, নাবালিকার মৃতদেহ ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না মেয়েটির মৃত্যু কীভাবে হয়েছে।