লখনউয়ে, ১ সেপ্টেম্বরঃ উত্তরপ্রদেশের লখনউয়ে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদ কৌশল কিশোরের বাড়িতে এক যুবককে গুলি করে খুনের ভঅিযোগ উঠেছে। শুক্রবার সাত সকালে কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে যুবক হত্যার ঘটনায় শোরগোল ছড়িয়েছে এলাকায়। অভিযোগের তির বিজেপি সাংসদের ছেলে বিকাশ কিশোরের দিকেই।
পুলিশ সূত্রে খবর,মৃত যুবকের নাম বিনয় শ্রীবাস্তব। যিনি কৌশল কিশোরের ছেলের বন্ধু ছিলেন। সাংসদের লখনউয়ের বাড়িতে শুক্রবার ভোররাত ৪টে ১৫ নাগাদ গুলিবিদ্ধ হয়ে খুন হয়েছেন বিনয়। যদিও এই প্রসঙ্গে মন্ত্রীর দাবি, ঘটনার সময়ে তাঁর ছেলে বাড়িতে উপস্থিত ছিলেন না।
ঘটনা প্রসঙ্গে কী বলছেন পুলিশ, শুনুন...
#WATCH | Lucknow, UP | Rahul Raj DCP West Lucknow says "A person named Vinay Shrivastave was shot dead. A pistol has been recovered which belongs to Vikas Kishore. Further investigation is underway. A forensic team has also arrived and we are also searching CCTV visuals. An FIR… pic.twitter.com/IUP18vbykW
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) September 1, 2023
ঘটনাস্থলের পৌঁছে মৃতদেহের কাছ থেকে একটি বন্ধুক উদ্ধার করেছে পুলিশ। এক আধিকারিক জানাচ্ছেন, ওই বন্দুকটি কৌশল কিশোরের ছেলে বিকাশ কিশোরের। পুলিশ আরও জানাচ্ছে, এদিন রাতে মৃত যুবক ছাড়াও আরও ৬ জন এসেছিলেন বিকাশের বাসভবনে। রাতে সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করেছেন। আর তারপরেই এমন ঘটনা ঘটেছে। মৃতদেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্যে। ফরেন্সিক দল এসে পৌঁছেছে ঘটনাস্থলে।