মিরাট, ২৫ অক্টোবরঃ পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ উঠল শ্বশুরের বিরুদ্ধে (Father-In-Law)। স্ত্রীকে ধর্ষণের হাত থেকে রক্ষা করতে গেলে লাঠি দিয়ে মেরে ছেলের হাত ভেঙে দেয় বাবা। বাড়ির ভিতরের চিৎকার চেঁচামেচিতে ছুটে আসেন প্রতিবেশীরা। তাঁরা বাধা দিতে চাইলে তাঁদের হুমকি দিয়ে সেই রাতেই পালিয়ে যান অভিযুক্ত বৃদ্ধ। ছেলের স্ত্রীকে ধর্ষণের অভিযোগে পুলিশের কাছে গ্রেফতার বাবা। উত্তরপ্রদেশ (Uttar Pradesh) মিরাটের ঘটনায় চাঞ্চল্য। বুধবার ২৫ অক্টোবর গ্রেফতার হয়েছে অভিযুক্ত।
পুলিশের কাছে অভিযোগে ছেলে জানান, মঙ্গলবার রাতে নিজের ঘরে ঘুমাচ্ছিলেন তিনি। তাঁর স্ত্রী বাড়ির কাজ করছিলেন। সেই সময়ে তাঁর বাবা পিছন থেকে এসে স্ত্রীকে চেপে ধরে ঘরের ভিতর নিয়ে যান। পুত্রবধূকে ধর্ষণের চেষ্টা চালান। স্ত্রীর চিৎকারে ঘুম ভাঙ্গে তাঁর। এসে স্ত্রীকে বাঁচানোর চেষ্টা করলে তাঁর উপরেই চড়াও হয় বাবা। লাঠি দিয়ে মেরে হাত ভেঙে দেয়। হৈ হট্টগোলের মাঝে প্রতিবেশীরা ছুটে আসেন। উদ্ধার করেন আহত ছেলে এবং তাঁর স্ত্রীকে। সকলকে হুমকি দিয়ে পালিয়ে যান বৃদ্ধ।
এরপরেই স্ত্রীকে নিয়ে থানার দারস্ত হন যুবক। বাবার বিরুদ্ধে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়ের করা মাত্রই অভিযুক্তের খোঁজ শুরু করে পুলিশ। সেই রাতেই গ্রেফতার করা হয়েছে বৃদ্ধকে।