গাজিয়াবাদ, ১২ ফেব্রুয়ারিঃ নিজের ক্লিনিকে বসে রোগী দেখছিলেন চিকিৎসক। আচমকা এক আততায়ী ক্লিনিকে ঢুকে পড়ে চিকিৎসককে উদ্দেশ করে গুলি ছুড়লেন। শনিবার রাত ১১ টার দিকে উত্তরপ্রদেশ (Uttar Pradesh) গাজিয়াবাদ (Ghaziabad) মুরাদনগরের দুর্ঘটনায় এলাকায় শোরগোল। তড়িঘড়ি চিকিৎসককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালের চিকিৎসকরা তাঁকে মৃত বলে জানিয়ে দেন।
আরও পড়ুনঃ দিল্লিতে ১৬ বছরের যুবকের সঙ্গে পায়ু সঙ্গম ৫ প্রতিবেশীর, শুনে হতবাক পুলিশও
পুলিশ সূত্রে খবর, মৃত চিকিৎসকের নাম সমসদ। বয়স ৪০। মুরাদনগরে শনিবার নিজের ক্লিনিকে বসে রোগী দেখছিলেন তিনি। হঠাৎই এক ব্যক্তি জোর করে ভিতরে ঢুকে পড়ে। এবং চিকিৎসককে তাক করে পরপর দুটি গুলি ছোড়েন। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন ডাঃ সমসদ। গুলির আওয়াজে চিৎকার চেঁচামেচি শুরু হয় চারিদিকে। ততক্ষণে চম্পট দুষ্কৃতী। দ্রুত চিকিৎসককে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু লাভ হয়নি। দুষ্কৃতীর দুটি গুলিতে নিহত হয়েছেন গাজিয়াবাদের চিকিৎসক।
আরও পড়ুনঃ দেওঘরে দুষ্কৃতীদের গুলিতে নিহত ২ কর্মরত পুলিশ
ঘটনার এক প্রত্যক্ষদর্শী পুলিশকে জানায়, এদিন বাইকে চেপে আততায়ী এসেছিল। তবে একজন ছিলেন নাকি দুজন তা স্পষ্ট করে বলতে পারছেন না প্রত্যক্ষদর্শী। দুষ্কৃতীকে খুঁজতে গাজিয়াবাদ ক্রাইম ব্রাঞ্চ এবং বিশেষ তদন্তকারী একটি টিম গঠন করা হয়েছে।