Uttar Pradesh: আবাসনের গ্যারেজে ভয়াবহ অগ্নিকান্ড, পুড়ে ছাই ২টি গাড়ি এবং ৯টি বাইক
Uttar Pradesh Fire (Photo Credits: ANI)

গাজিয়াবাদ, ১৭ জুনঃ আবাসনের গ্যারেজে আগুন। পুড়ে ছাই ২টি গাড়ি এবং ৯টি বাইক। শনিবার উত্তরপ্রদেশ (Uttar Pradesh) গাজিয়াবাদের (Ghaziabad) লোনি এলাকার আবাসনের গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকল অফিসে। দমকল কর্মীদের তৎপরতায় আবাসনের গ্যারেজের আগুন নিয়ন্ত্রণে আসে।

এক দমকল আধিকারিক সূত্রে খবর, চারতলা বিশিষ্ট শিবা বিল্ডিংয়ের বেসমেন্ট গ্যারেজে আগুন লাগে। আবাসন থেকে অক্ষত অবস্থায় ২৫ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। শনিবার ভোররাতে আগুনটি লেগেছিল। দমকল অফিসে খবর দেওয়া মাত্রই ২টি ইঞ্জিন পৌছায় ঘটনাস্থলে। ঘণ্টা দুয়েকের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা।

আবাসনের বেসমেন্টে আগুন... 

আগুন লাগার কারণ প্রসঙ্গে ওই দমকল আধিকারিক আরও জানান, মূলত শর্ট সার্কিট হয়েই আবাসনের বেসমেন্টে আগুন লাগে। বেসমেন্টে বৈদ্যুতিক মিটার বসানো ছিল। যা থেকে শর্ট সার্কিট হয়। দ্রুত সেই আগুন গাড়িতে ছড়িয়ে পড়ে। চারতলা আবাসনের ১২টি ফ্ল্যাটে মোট ২৫ জন থাকেন। তাঁদের প্রত্যেককেই সুস্থ অবস্থায় বের করে আনা সম্ভব হয়েছে বলেই জানিয়েছেন তিনি।