ওয়াশিংটন: নিজেদের সম্পর্কে সচেতন হিন্দু-আমেরিকানরা (Self-aware Hindu Americans) চাইলে মার্কিন মুলুকের পরবর্তী প্রেসিডেন্ট (Next President Of the United States) কে হবেন তা ঠিক করতে পারেন বলে একটি অনুষ্ঠানে মন্তব্য করলেন মার্কিন কংগ্রেসের রিপাবলিকান সদস্য রিচ ম্যাক্রোমিক (Republican Congressman Rich McCormick)।

বুধবার ওয়াশিংটনের (Washington) ক্যাপিটাল ভিজিটর সেন্টারে (Capital Visitor center) প্রথম হিন্দু আমেরিকান সামিটে (Hindu American Summit) যোগ দিয়ে বক্তব্য রাখার সময় আমেরিকায় বসবাসকারী হিন্দু-আমেরিকানদের ভূয়সী প্রশংসা করেন জর্জিয়ার ৬তম জেলার কংগ্রেস সদস্য রিচ। বলেন, "আপনারা আমেরিকার এমন সুরক্ষিত ভবিষ্যৎ তৈরি করতে পারেন যা আপনাদের সন্তানদের পাশাপাশি সবার ভালো জীবনযাপনের রাস্তা তৈরি করবে।"

আমেরিকার রাজধানীতে আয়োজিত সারা দেশ থেকে হিন্দু সম্প্রদায়ের নেতারা জড়ো হয়েছিলেন আমেরিকানস ফর হিন্দুস ও আর ২০টি সংগঠনের উদ্যোগে আয়োজন করা এই অনুষ্ঠানের।

বক্তব্য রাখার সময় রিচ ম্যাক্রোমিক বলেন, "আমি এই জন সম্প্রদায়ের একজন গুণমুগ্ধ। এই বিদেশ থেকে মার্কিন মুলকে এসে এখানকান বাসিন্দা হয়ে যাওয়া এই মানুষদের জন্য প্রচুর কিছু যোগ হয়েছে আমেরিকার সঙ্গে। আর সবকিছুই ভালো জিনিস। আমি এটা বারবারই বলতে থাকব যে যত তাড়াতাড়ি এই সম্প্রদায় নিজেদের সম্পর্কে সচেতন হয়ে উঠবে ও অনুভব করবে যে আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট কে হবেন তা সত্যিই ঠিক করার ক্ষমতা তাদের আছে তত তাড়াতাড়ি এটা তারা করতে পারবে। আপনারা যদি দেখেন বিশ্বের সবথেকে সফল দেশ আমেরিকার সবথেকে সফল জন সম্প্রদায় রিপালিকান জেউস কোয়ালিয়েশনের দিকে তাহলে এটা সত্যি করা সম্ভব বলে আপনারা বুঝতে পারবেন। তবে তারা আপনাদের মতো সফল নন। আপনারা যখন সত্যিই সত্যিই রাজনীতিতে মনোনিবেশ ও যোগদান করতে শুরু করতে করেন তাহলে দেখতে পারবেন কতটা শক্তিশালী আপনারা। আপনারা শুধু আপনাদের সন্তানদের নয় আমেরিকায় বসবাসকারী সমস্ত সম্প্রদায়ের আগামী প্রজন্মের সুরক্ষিত ভবিষ্যৎ তৈরি করতে পারেন।"

দেখুন ভিডিয়ো: