আমেরিকার বিমানহানায় খতম ISIS-এর ২ শীর্ষ জঙ্গি নেতা
বিমান হামলা (Photo by Getty Images/ Representational Image)

ওয়াশিংটন: ইসলামিক স্টেট (ISIS) জঙ্গি সংগঠনের বিরুদ্ধে ফের সফল হল আমেরিকার সেনাবাহিনী। সিরিয়ার উত্তরাঞ্চলে বিমান হামলা (airstrike) চালিয়ে তারা খতম করল ইসলামিক স্টেটের দুই শীর্ষ জঙ্গি নেতাকে। মৃতদের নাম আবু আলা (Abu ‘Ala) ও আবু মুহাদ আল কাহতানি (Abu Mu’Ad al-Qahtani) বলে জানা গেছে।

মার্কিন সেনা আধিকারিকদের তরফে এপ্রসঙ্গে জানানো হয়েছে, বুধবার রাতেই মার্কিন সেনারা আইএসআইএসের (ISIS) একজন অস্ত্র সরবরাহকারীকে (weapons smuggler) খতম করে। তারপরই তাদের কাছে খবর আসে সিরিয়ার (Syria) উত্তর অংশে ওই জঙ্গি সংগঠনের দুই শীর্ষ স্থানীয় নেতা ঘাঁটি গেড়ে আছে। এরপরই মার্কিন বিমান বাহিনীর একটি দল ওই অঞ্চলে হামলা চালায়। আর সিরিয়ার স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যে ৬ টার কিছুটা পরে খতম করা হয় আবু আলা ও আবু মুহাদকে। এই অভিযানে আমেরিকার কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

মার্কিন সেনা কর্তাদের দাবি, আবু আলা ছিল আইএসআইএসের শীর্ষ পাঁচজন নেতার (top five ISIS leaders) মধ্যে অন্যতম ও সিরিয়ায় এই সংগঠনের ডেপুটি কমান্ডার। আর আবু মুহাদ ছিল যুদ্ধবন্দী বিষয়ক (prisoner affairs) আধিকারিক।