নয়াদিল্লিঃ ফ্ল্যাট (Flat) থেকে উদ্ধার ইউপিএসসি (UPSC) পরীক্ষার্থীর পোড়া দেহ। তদন্তে উঠে এল গা শিউরে ওঠার মত তথ্য। তরুণ খুনের পিছনে রয়েছে তাঁর লিভ ইন পার্টনার। ফরেনসিক বিদ্যাকে কাজে লাগিয়ে প্রেমিককে খুন করে সে এমনটাই জানা গিয়েছে। তরুণীর প্রাক্তন প্রেমিক ও আরও এক বন্ধুর সাহায্যেই লিভ-ইন পার্টনারকে খুন করে সে। মৃত তরুণের নাম রামকেশ মিনা। বয়স ৩২। দিল্লির গান্ধী বিহারের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় মিনার অগ্নিদগ্ধ দেহ। ক্রাইম সিন ও সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে রামকেশের ২১ বছর বয়সি লিভ-ইন পার্টনার অমৃতা চৌহানকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। জিজ্ঞাসাবাদে জানা যায়, প্রাক্তন প্রেমিক সুমিত কাশ্যপ ও বন্ধু সন্দীপ কুমারকে সঙ্গে নিয়ে মিনাকে খুন করে সে। অভিযুক্তরা প্রত্যেকেই মোরাদাবাদের বাসিন্দা। জানা গিয়েছে, অমৃতা ফরেনসিক সায়েন্সের বিএসসি পড়ুয়া। চলতি বছরের মে মাসে রামকেশের সঙ্গে সম্পর্কে জড়ায় সে। দু'জনে একসঙ্গে গান্ধী বিহারের ফ্ল্যাটে থাকা শুরু করে। পুলিশি জেরায় অমৃতা জানায়, সম্প্রতি সে জানতে পারে তাঁদের ব্যক্তিগত মুহুর্ত তাকে না জানিয়ে ক্যামেরাবন্দি করত রামকেশ। বহুবার সেই সব ভিডিয়ো ফোন থেকে মুছতে বললেও কোনও কথা শোনেননি তিনি। এর জেরে সম্পর্ক ক্রমে তলানিতে ঠেকে। অমৃতার আরও অভিযোগ, ওই সব ভিডিয়ো দেখিয়ে অমৃতাকে হুমকি দিত তিনি। এরপরই রামকেশকে খুনের পরিকল্পনা করে সে। এই ঘটনায় অমৃতা, সন্দীপ ও সুমিতকে গ্রেফতার করেছে পুলিশ।
প্রাক্তন প্রেমিকের সঙ্গে মিলে লিভ-ইন পার্টনারকে খুন, ময়নাতদন্তে শিউরে ওঠার মত তথ্য
#WATCH | Delhi | On the murder of a UPSC aspirant, DCP North Raja Banthia, says, "On 6th October, we had received a call regarding a fire due to a blast. During the probe, facts emerged which suggested that the incident might not be an accident but a murder. During the… pic.twitter.com/HSdrQqxZjR
— ANI (@ANI) October 27, 2025