নয়াদিল্লিঃ মার্কিন যুক্তরাষ্ট্রে (USA) বড়সড় বিমান দুর্ঘটনা। বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ল কার্গো বিমান(Cargo Flight)। কেন্টাকির (Kentucky)লুইসভিল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওড়ার পর এই ঘটনা ঘটে। বিমানটিতে তিনজন ক্রু ছিলেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে বিমানে থাকা তিন ক্রু-এর সর্বশেষ অবস্থা কী তা এখনও পর্যন্ত নিশ্চিতভাবে জানা যায়নি।
কেন্টাকিতে বড়সড় বিমান দুর্ঘটনা
মার্কিন ফেডারেল এভিয়েশনের তরফে জানানো হয়েছে,ম্যাকডোনেল ডগলাস এমডি-১১ মডেলের ফ্লাইট-২৯৭৬ টি লুইসভিলের মহম্মদ আলি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হাওয়াইয়ের ড্যানিয়েল কে. ইনৌয়ে আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়েছিল। মাঝপথে স্থানীয় সময় বিকেল ৫ টা ১৫ মিনিটে আচমকা ভেঙে পড়ে বিমানটি। মুহূর্তে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ইতিমধ্যেই দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে মার্কিন ফেডারেল এভিয়েশন ও ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড। অন্যদিকে লুইসভিল মেট্রো পুলিশ জানিয়েছে, বিমানবন্দরের আশেপাশে পাঁচ মাইল পর্যন্ত ‘শেল্টার ইন প্লেস’ নির্দেশ জারি করা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ বিশাল। আহত হয়েছেন বহু। অন্যদিকে এই দুর্ঘটনার পর সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে লুইসভিল আন্তর্জাতিক বিমানবন্দর। ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল ও দমকল এমনটাই জানিয়েছেন কেন্টাকির গভর্নর। এছাড়া ঘটনার তদন্ত চলছে বলেও উল্লেখ করেন তিনি।
মাঝ আকাশে বিপত্তি! বিমানবন্দর থেকে উড়েই ভেঙে পড়ল বিমান
NOW - UPS cargo plane crashes in Louisville, Kentucky.pic.twitter.com/PN6hXLQ6U3
— Disclose.tv (@disclosetv) November 4, 2025