উত্তরপ্রদেশ, ১৪ ডিসেম্বরঃ বিছানায় তলায় টানা পাঁচ দিন ধরে মায়ের মৃতদেহ লুকিয়ে রেখেছে ছেলে। উত্তরপ্রদেশ (UP Shocker) শিবপুরের বাসিন্দা ওই বৃদ্ধ মহিলার বাড়ি থেকে দুর্গন্ধ ছড়াতে শুরু করে। গন্ধ পেয়ে সন্দেহভাজন মনে হওয়ায় এলাকাবাসী খবর দেয় পুলিশকে। পুলিশ এসে বাড়ি তদন্ত করতেই বিছানার তলা থেকে উদ্ধার হয় ৮২ বছরের বৃদ্ধার মৃত দেহ। মৃত দেহটি ময়নাতদন্তের জন্যে পাঠিয়েছে পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা একালায়। বন্দুক দেখিয়ে মহিলার থেকে সোনার চেন ছিনতাই করে পালাল দুষ্কৃতীরা
জানা গিয়েছে মৃত ওই বৃদ্ধার নাম শান্তি দেবী। তিনি একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা ছিলেন। তাঁর একমাত্র ছেলে নিখিল মিশ্র ডাব্বু, বয়স ৪৫। প্রতিবেশী সূত্রে খবর, টাকা নিয়ে মায়ের সঙ্গে ছেলের প্রায়শই ঝগড়া লাগত।
এরপর নিখিলকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। পুলিশি জেরায় সে জানায়, মায়ের শেষকৃত্য করার জন্যে তাঁর কাছে টাকা ছিল না। সেই কারণে মায়ের মৃতদেহ বাড়িতেই রেখে দেয়। ওই একই বাড়িতে নিখিল স্ত্রী এবং নিখিলের ছেলে থাকতেন। কিন্তু নিখিলের সঙ্গে অশান্তির জেরে গত ১৫ দিন আগেই ছেলেকে নিয়ে বাপের বাড়ি চলে যান স্ত্রী। বাড়ির কিছু অংশ ভাড়া দেওয়া ছিল। কিন্তু নিখিলের দুর্ব্যবহারে সেই ভাড়াটেও পগারপার। তদন্তে পুলিশ জানতে পারে, নিখিল মানসিকভাবে অসুস্থ এবং অ্যালকোহল আসক্ত। বৃদ্ধার ময়নাতদন্তের রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত কোন সিদ্ধান্ত নিতে পারছে না পুলিশ।