UP: গলায় বিষধর সাপ জড়িয়ে ইনস্টাগ্রাম রিলের জন্য পোজ দিচ্ছিলেন, এক কামড়েই মৃত্যু সাধুর!
Snake (Photo: IANS)

উন্নাও, ২৫ সেপ্টেম্বর: গলায় একটি বিষধর সাপ জড়িয়ে ইনস্টাগ্রাম রিল (Instagram Reel) বানানোর জন্য পোজ দিচ্ছিলেন। সেই সাপের কামড়েই (Snake Bite) মৃত্যু হল এক সাধুর (Sadhu)। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) উন্নাওতে (Unnao)। সাধু যখনই বুঝতে পারেন যে তাঁকে সাপে কামড়েছে, তিনি সবাইকে এটা জানান। দ্রুত তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে লখনউয়ের কিং জর্জ মেডিক্যাল ইউনিভার্সিটিতে (কেজিএমইউ) রেফার করেন। তবে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

শুক্রবার ঘটনাটি ঘটলেও শনিবার সন্ধ্যায় ঘটনার ভিডিও ক্লিপ সোশাল মিডিয়ায় ভাইরাল হয়। মৃত সাধুর নাম বজরঙ্গী সাধু (৫৫)। তিনি লখনউয়ের কাকোরির বানিয়া খেরা গ্রামের বাসিন্দা। গত কয়েক বছর ধরে আওরাস এলাকার ভাবনা খেরা গ্রামে তিনি বসবাস করছিলেন। ওই এলাকায় পাংচার মেরামতের দোকানে বিষধর সাপটি পাওয়া যায়। দোকান মালিক লাঠি দিয়ে আঘাত করে সাপটিকে মারার চেষ্টা করেন। যদিও সেখানে পৌঁছে বজরঙ্গী সাপ না মারতে দোকানদারকে রাজি করান। পরে বজরঙ্গী সাপটিকে ধরে বাক্সে রেখে দোকান থেকে বের করে আনেন। আরও পড়ুন: UP Shocker: বকাবকি করায় দেশি পিস্তল এনে শিক্ষককে গুলি করল ছাত্র! ঘটনা ধরা পড়ল সিসিটিভি ক্যামেরায়

কিছু কৌতূহলী দর্শক রিল বানানোর জন্য বজরঙ্গীকে সাপ গলায় জড়িয়ে পোজ দিতে বলেন। বজরঙ্গী বাক্স থেকে সাপটি বের করে গলায় জড়িয়ে পোজ দিতে শুরু করেন। ভিডিওতে দেখা যায়, সাপের মুখ শক্ত করে ধরে তিনি পোজ দিচ্ছেন। কখনও সাপটিকে গলায় জড়িয়ে নিচ্ছেন, আবার কখনও কাঁধের কাছে নিয়ে আসছেন। হঠাৎই সাপটি বজরঙ্গীকে কামড়ে দেয়।