Representational Image (File Photo)

নয়াদিল্লিঃ নিয়ম ভেঙে গাড়ি চালানোর অভিযোগে এসইউভি(SUV) থামিয়েছিলেন এক ট্রাফিক পুলিশকর্মী(Police)। আর তাই ওই কনস্টেবলকে প্রায় ১০ কিলোমিটার পথ গাড়িতে তুলে নিয়ে গেল চালক। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সরোজিনী নগর থানা এলাকার শহীদ পথে। জানা গিয়েছে, ওই চালকের নাম কৃষ্ণ কুমার গোস্বামী। এই ঘটনায় তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে তাঁর গাড়িটি।

পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুর পৌনে ১ টা নাগাদ। কালো স্করপিও গাড়িটিতে কোনও নম্বর প্লেট ছিল না। চালককে আটকানোর জন্য এগিয়ে যান ওই পুলিশ কর্মী। এরপরই ওই পুলিশ কর্মীকে নিয়ে গাড়ি চালাতে শুরু করেন চালক। শেষমেশ এক পুলিশের সাহায্যে একটি পোস্টের কাছে গাড়িটিকে থামানো হয়। এরপর ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করলেও তাঁকে ধরে ফেলেন স্থানীয়রা। সহকারী পুলিশ কমিশনার (কৃষ্ণ নগর) রজনীশ ভার্মা জানিয়েছেন, "ধৃতকে গ্রেপ্তার করে আদালতের নির্দেশে জেলে পাঠানো হয়েছে। তাঁর গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে।"

গাড়ি আটকানোর জন্য পুলিশ কর্মীকে চরম হেনস্থা, যোগীরাজ্যে হাড়হিম কাণ্ড