নয়াদিল্লিঃ হানিমুনে (Honeymoon) এসে নিখোঁজ উত্তরপ্রদেশের (Uttar Pradesh) দম্পতি (Couple)। কেটে গিয়েছে ১৫ দিন, এখনও খোঁজ মেলেনি নবদম্পতির। জানা গিয়েছে, হানিমুনে সিকিম (Sikkim) বেড়াতে গিয়েছিলেন তাঁরা। সিকিমের মঙ্গন জেলা এলাকায় ১ হাজার ফুট উপর থেকে তিস্তা নদীতেঁ পড়ে যায় তাঁদের গাড়ি। তারপর থেকেই নিখোঁজ তাঁরা।
হানিমুনে গিয়ে নিখোঁজ উত্তরপ্রদেশের দম্পতি
স্থানীয় সূত্রে খবর, গত মে মাসের ৫ তারিখ কুশলেন্দ্র প্রতাপ সিংয়ের সঙ্গে বিয়ে হয় অঙ্কিতা সিংয়ের। কুশলেন্দ্র উত্তরপ্রদেশের প্রতাপগড় এলাকার বাসিন্দা। গত ২৪ মে হানিমুনে সিকিম আসেন তাঁরা। তবে একা নয় তাঁদের সঙ্গে ছিলেন আরও কয়েকজন। গিত ২৯ মে দুর্ঘটনার কবলে পড়ে তাঁদের গাড়ি। ওই এলাকায় আচমকা ধস নামে যার জেরে খাদে পড়ে যায় গাড়িটি। উদ্ধার হয় চালক পাসাং দেনু শেরপার দেহ। আরও ২ যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করা গেলেও এখনও নিখোঁজ ৮ জন। তাঁদের মধ্যেই রয়েছেন উত্তরপ্রদেশের ওই নবদম্পতি। যে দু'জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে তাঁরা ওড়িশার বাসিন্দা। অন্যদিকে মৃত চালক পাসাংয়ের বাড়ি উত্তর সিকিমের সিঙ্গিক এলাকায়। ৮ নিখোঁজ যাত্রীর জন্য রোজ তল্লাশি চালাচ্ছে পুলিশ।
ফের হানিমুনে গিয়ে বিপত্তি, তিস্তায় পড়ল গাড়ি, নিখোঁজ নবদম্পতি
UP Couple On Honeymoon Missing After Car Falls 1,000 Feet Into Sikkim River https://t.co/BSpZbVvO1f pic.twitter.com/ma2HinjSA5
— NDTV (@ndtv) June 8, 2025