অনূর্ধ ১৯ এশিয়া কাপ জিতল ভারত। আজ ফাইনালে ভারতীয় দল শ্রীলঙ্কাকে ৯ উইকেটে হারিয়ে দিয়েছে। দুবাইয়ে হওয়া বৃষ্টি বিঘ্নিত ফাইনাল ম্যাচে শ্রীলঙ্কা ৩৮ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৬ রান তোলে। ডিএলএস পদ্ধতি প্রয়োগের পরে ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় ১০২ রান। মাত্র ১ উইকেট হারিয়েই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারতীয় দল। ওপেনার অংকৃষ রঘুবংশী ৫৬ রানে ও শেক রশিদ ৩১ রানে অপরাজিত থাকেন।
ফাইনালে টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। যদিও তাদের ব্যাটিংয়ে ধস নামান ভারতের স্পিনার ভিকি অস্টওয়াল এবং কৌশল তাম্বে। ভিকি ১১ রান দিয়ে ৩ উইকেট নেন। অন্যদিকে কৌশল ২৩ রানে ২ উইকেট নেন। রবি কুমার, রাজবর্ধন হাঙ্গারগেকর এবং রাজ বাওয়া একটি করে উইকেট নেন। বৃষ্টি-বিঘ্নিত ফাইনাল ২ ঘণ্টার বিরতির পর ৩৮ ওভারে নামিয়ে আনা হয়। ভারতের সামনে জয়ের জন্য টার্গেট দাঁড়ায় ১০২ রান।
WHAT. A. WIN! ☺️ 👏
India U19 beat Sri Lanka U19 by 9⃣ wickets to clinch the #ACC#U19AsiaCup title. 🏆 👍 #BoysInBlue#INDvSL
Scorecard ▶️ https://t.co/GPPoJpzNpQ
📸 📸: ACC pic.twitter.com/bWBByGxc3u
— BCCI (@BCCI) December 31, 2021
জবাবে ভারত ২১.৩ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে ১০৪ রান তুলে ম্যাচ জিতে যায়। ৬৩ বল বাকি থাকতে শ্রীলঙ্কাকে ৯ উইকেটে পরাজিত করে ভারত অষ্টমবারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা ঘরে তোলে। এই নিয়ে মোট ৮ বার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জিতল ভারত।