প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

তিরুবন্তপুরম, ২১ অগাস্টঃ ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো-র (ISRO) নিয়োগ পরীক্ষায় অসদাচরণ এবং ছদ্মবেশের অভিযোগ। গ্রেফতার দুই ব্যক্তি। ২০ অগাস্ট রবিবার কেরলের (Kerala) তিরুবনন্তপুরমে অনুষ্ঠিত হয়েছিল ভারতীয় মহাকাশ গবেষণার নিয়োগ পরীক্ষা ( ISRO Recruitment Exam)। সেখানেই ছদ্মবেশে পরীক্ষা দিতে এসেছিলেন দুজন। অভিযুক্ত সুনীল কুমার এবং মনোজ কুমার দুজনেই হরিয়ানার বাসিন্দা।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত দুজনেই এদিন অন্য দুজনের হয়ে পরীক্ষা দিতে এসছিলেন। মনোজ কুমার সুমিত নামে একজনের হয়ে পরীক্ষায় লিখছিলেন। পরীক্ষার হলে বসে প্রশ্নপত্র বাইরে পাঠিয়ে উত্তর সংগ্রহের জন্যে ব্লুটুথ ডিভাইস এবং মোবাইল ফোন নিয়ে এসেছিলেন অভিযুক্তরা।

মিউজিয়াম পুলিশ এবং মেডিকেল কলেজ পুলিশ রবিবার তিরুবনন্তপুরমের দুটি ভিন্ন পরীক্ষা কেন্দ্র থেকে দুজনকে গ্রেফতার করেছে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (Indian Space Research Organisation) মত বিশাল মাপের এক পরীক্ষায় এই ধরণের অসদাচরণ গুরুতর অপরাধ। দুই অভিযুক্তের বিরুদ্ধেই একাধিক ধারায় মামলা নথিভুক্ত করা হয়েছে।