নয়াদিল্লিঃ উত্তরপ্রদেশের (Uttar Pradesh) কানপুরে (Kanpur) চাঞ্চল্যকর ঘটনা। প্রেমের জটিলতায় প্রেমিকাকে খুন করে যমুনা নদীতে ফেলেছিল প্রেমিক। ২ মাস অভিযুক্ত ও তার সহযোগীকে গ্রেফতার করল পুলিশ। জানা গিয়েছে, ম্রতার বয়স ২০। কানপুরের একটি রেস্তোরাঁয় কাজ করতেন তিনি। সামাজিক মাধ্যমে এক যুবকের সঙ্গে পরিচয় হয় তাঁর। ধীরে ধীরে তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। এরপর বিহারের একটি ভাড়া বাড়িতে লিভ-ইন করে থাকে তাঁরা। এরপর গত ৮ অগস্ট থেকে নিখোঁজ হয়ে যান ওই তরুণী। থানায় নিখোঁজ ডায়েরি করেন তাঁর মা। প্রথমে পুলিশের সন্দেহ ছিল প্রেমিকের হাত ধরে পালিয়েছেন ওই তরুণী। পরে উথে আসে চাঞ্চল্যকর অথ্য।
কানপুরে নৃশংস ঘটনা, প্রেমিকাকে খুন যুবকের
জানা যায়, প্রেমিকের হাতে খুন হয়েছেন তিনি। জিজ্ঞাসাবাদে ধৃত স্বীকার করে, একাধিক নারীতে আসক্ত ছিল সে। তাতে প্রেমিকার আপত্তি ছিল। এই নিয়ে প্রায়ই দু'জনের মধ্যে ঝামেলা লেগে থাকত। এদিন বচসা চরমে পৌঁছলে প্রেমিকাকে মারধর করে গলা টিপে হত্যা করে সে। ঘটনার পর দুই বন্ধুর সাহায্যে দেহ ট্রলি ব্যাগে ভরে যমুনা নদীতে ফেলে আসা হয়। সেখান থেকেই উদ্ধার হয় তরুণীর দেহ। পুলিশকে বিভ্রান্ত করার জন্য মোবাইল ফোনের লোকেশন ও বয়ান বদলানোর চেষ্টা করলেও শেষমেশ পুলিশের হাতে ধরা পড়ে যায় অভিযুক্ত। ফতেপুর থেকে গ্রেফতার করা হয় তাদের।
একধিক নারীতে আসক্তি, তাতে আপত্তি জানালে লিভ-ইন পার্টনারকে খুন যুবকের
Horror in Kanpur: Man accused of murdering live-in partner, dumping body in Yamuna
Police divers comb river as chilling suitcase murder shocks city.
.
.
.
.
.
.
(Kanpur Murder, Live-in Partner Killed, Yamuna River, Suitcase Murder, Domestic Dispute, Police Investigation, Missing… pic.twitter.com/Ctzgjmxe3M
— The IV Pilar News (@TheIvPilarnews) September 21, 2025