নয়াদিল্লিঃ ইরান ইজরায়েলের (Iran-Israel War) পর এবার শান্তি ফিরবে গাজায় (Gaza)? এবার এমনই ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তাঁর দাবি, ইজরায়েল ও হামাসের মধ্যে গাজায় যে যুদ্ধ চলছে তা থামানোর চেষ্টা চলছে। গাজায় যুদ্ধবিরতির 'বড় অগ্রগতি' হয়েছে দাবি মার্কিন প্রেসিডেন্টের। যুদ্ধবিরতির খুব কাছাকাছি পৌঁছেছে ইজরায়েল ও হামাস এমনটাই ইঙ্গিত ট্রাম্পের।মঙ্গলবারই, ইরান ইজরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর হস্তক্ষেপেই শান্তি ফিরেছে এই দুই দেশে বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। তার ঠিক দু'দিন পর বার গাজা নিয়ে বড় আপডেট দিলেন তিনি। জানালেন, ইজরায়ায়েল ও হামাসের মধ্যে যে যুদ্ধ হচ্ছে তা বন্ধের দিকে বড় অগ্রগতি হচ্ছে।
গাজায় ফিরছে শান্তি? যা জানালেন মার্কিন প্রেসিডেন্ট
এদিন সাংবাদিকদের ট্রাম্প বলেন, "গাজায় যুদ্ধবিরতির খুব কাছাকাছি যাওয়া গিয়েছে বলে আমার অনুমান।" অন্যদিকে গাজায় শান্তি ফেরাতে উদ্যোগী কাতার। মঙ্গলবারই কাতারের তরফে জানানো হয়, গাজায় যুদ্ধবিরতির জন্য নতুন চাপ প্রয়োগ করা হবে। হামাস জানায় এই ব্যাপারে আলোচনা জোরদার হয়েছে। উল্লেখ্য, গাজ়ায় হামাসকে লক্ষ্য করে লাগাতার আক্রমণ চালিয়েছে ইজ়রায়েল। মঙ্গলবারই এই হামলার পাল্টা জবাব দিয়েছে হামাস। মঙ্গলবার গভীর রাতে লাগাতার বিস্ফোরণ ঘটিয়ে সাত ইজরায়েলি সেনাকে হত্যা করেছে হামাস। এরপরই গাঁজার অসামরিক এলাকায় হামলা শুরু করে ইজরায়েল। শুরু হয় বোমা এবং ক্ষেপণাস্ত্র হামলা। এই হামলায় অন্তত ৫১ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে।
ইরান ইজরায়েলের পর এবার শান্তি ফিরবে গাজায়? যুদ্ধবিরতি নিয়ে বড় ইঙ্গিত ট্রাম্পের
#FPWorld: Trump said that efforts to end the war between Israel and Hamas in Gaza are making “great progress,” just days after he announced a ceasefire between Israel and Iran.https://t.co/jhdg1t9BrH
— Firstpost (@firstpost) June 26, 2025