নয়াদিল্লিঃ রবিবার বিহারে (Bihar) ভয়াবহ দুর্ঘটনা (Accident)। জাতীয় সড়কে (Highway) দু'টি ট্রাকের (Truck)মুখোমুখি ধাক্কা। ড্রাইভিং সিট ও স্টিয়ারিং-এর মাঝে আটকে রইলেন চালক। ভাইরাল ঘটনার সিসিটিভি ফুটেজ। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে বিহারের ঔরঙ্গাবাদে। ১৯ নম্বর জাতীয় সড়কে আচমকাই দু'টি ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়। গুরুতর জখম হন দুই ট্রাকের চালক। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এই ঘটনার একটি
জাতীয় সড়কে দু'টি ট্রাকের সংঘর্ষ, স্টিয়ারিং-এর মাঝে আটকে রইলেন চালক
Aurangabad Road Accident: Truck Driver Gets Trapped Between Steering and Seat After Deadly Collision Between 2 Trucks on NH-19 in Bihar, Rescued After Hours; Disturbing Video Surfaces#Aurangabad #RoadAccident #TruckCollision #NH19 #Bihar
— LatestLY (@latestly) May 25, 2025