বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Bangladesh PM Sheikh Hasina) সঙ্গে ভারতের সম্পর্ক বেশ মধুর। এদেশের রাজ্যগুলোর সঙ্গেও হাসিনার বেশ খাতির রয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্যে ত্রিপুরার বিখ্যাত আনারস পাঠালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা (Tripura CM Manik Saha)। দশ কেজি কুরি কেজি নয় এক্কেবারে ৯৬০ কেজির আনারস হাসিনাকে পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। শনিবার সন্ধ্যায় ১০০টি বাক্সে ভরা ৭০০ পিস আনারসের পাঠানো হয়েছে ওপার বাংলায়।
আরও পড়ুনঃ স্মার্টফোন কিনলে অফারে টমেটো মিলছে বিনামূল্য, দোকানের সামনে লম্বা লাইন
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আনারসগুলো ওদেশে পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী। চট্টগ্রামস্থিত ভারতের সহকারী হাইকমিশনের প্রতিনিধি নবুল সানোয়ালের হাতে আনারস হস্তান্তর করা হয়েছে। নাবুলের হাতে আনারস ভর্তি উপহারের বাক্স তুলে দিলেন ত্রিপুরা হর্টিকালচারের পরিচালক ড. ফনি ভূষণ জমাতিয়া ও ত্রিপুরা রাজ্যের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী কৃষি কর্মকর্তা ডা. দীপক বৈদ্য।
ত্রিপুরা হর্টিকালচারের পরিচালক ড. ফনি ভূষণ জমাতিয়া সেই সংবাদ সাংবাদিকদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। জানিয়েছেন, 'কিউ' প্রজাতির আনারস প্রধানমন্ত্রীর জন্যে পাঠানো হয়েছে। ১০০ টি বাক্সে রয়েছে মোট ৭০০ পিস আনারস। যার ওজন ৯৬০ কেজি। তিনি আরও জানান, আনারস ত্রিপুরার গর্ব। ত্রিপুরার আনারস খেতে যেমন সুস্বাদু তেমনই হয় রসালো। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এই সুস্বাদু আনারস উপহারে পাঠাতে পেরে বেশ আনন্দিত মুখ্যমন্ত্রী মানিক সাহা সহ তাঁরা প্রত্যেকেই। এই আদান প্রদানের মধ্যে দিয়ে দুই দেশের মধ্যে বজায় থাকা সুসম্পর্ক আরও উচ্চতর হবে বলেই আশা রাখছেন সকলে।
প্রসঙ্গত, গত মে জুন মাসেই ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার জন্যে বাংলাদেশ থেকে ৫০০ কেজি আম উপহারে পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)।