Police Commemoration Day Tribute (Photo Credit: X)

Police Memorial Day: আজ পুলিশ স্মৃতি দিবস (Police Commemoration Day)। ১৯৫৮৯ সালে ২১ অক্টোবর লাদাখের 'হট স্প্রিংস'-এ চিনা সৈন্যদের অতর্কিত হামলায় কর্তব্যরত ১০ জন পুলিশ সদস্য শহিদ হন। সেই থেকে প্রতি বছর ২১ অক্টোবর ‘পুলিশ মেমোরিয়াল ডে’ পালন করা হয়। আজকের দিনে পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) দেশের শান্তি ও নিরাপত্তায় যুক্ত সকল মানুষকে পুলিশ স্মৃতি দিবসের শুভেচ্ছা জানালেন। দেখুন-

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Amit Shah) সোমবার পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে দায়িত্ব পালনে শহিদ সমস্ত পুলিশ সদস্যদের শ্রদ্ধা জানিয়েছেন। পুলিশ কর্মীদের আত্মত্যাগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে শাহ বলেন, ভারতকে সুরক্ষিত রাখার জন্য পুলিশ কর্মী এবং তাঁদের পরিবারের ত্যাগের প্রতি শ্রদ্ধা জানানো একটি উপলক্ষ আজ। দেখুন-

#WATCH | Delhi: Police Commemoration Day | Union Home Minister Amit Shah says, "Today we all have gathered to pay tribute to the brave soldiers who sacrificed their lives to protect the internal security of the country and the borders of the country...These soldiers are… pic.twitter.com/56I7kkQH78

— OTV (@otvnews) October 21, 2024

এমএইচএ বন্দি সঞ্জয় কুমার (MHA Bandi Sanjay Kumar) পুলিশ স্মৃতি দিবসে জাতীয় পুলিশ স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। দেখুন-

#WATCH | Delhi: MoS MHA Bandi Sanjay Kumar pays homage to the martyrs on Police Commemoration Day, at the National Police Memorial. pic.twitter.com/wnGFKNICkl

— TIMES NOW (@TimesNow) October 21, 2024

যোগী আদিত্যনাথ পুলিশ স্মৃতি দিবসে  আয়োজিত একটি অনুষ্ঠানে শহিদদের শ্রদ্ধা জানালেন, দেখুন-