Prayagraj-Lucknow Highway Accident: উত্তরপ্রদেশে ভয়াবহ পথদুর্ঘটনা, যাত্রীবাহী গাড়ির সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৬ শিশু-সহ মৃত ১৪
দুর্ঘটনাস্থল (Photo Credits: ANI)

প্রতাপগড়, ২০ নভেম্বর: ফের ভয়াবহ পথদুর্ঘটনায় একাধিক মানুষের মৃত্যু হল উত্তরপ্রদেশে। বৃহস্পতিবার মধ্যরাতে প্রয়াগরাজ-লখনউ হাইওয়ের উপরে প্রতাপগড়ের (Pratapgarh) মাণিকপুর থানা এলাকায় ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। যাত্রীবাহী গাড়ির সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৬ জন শিশু। গত বুধবার সকালে দুই ট্রাকের মুকোমুখি সংঘর্ষে এমনই এক পথ দুর্ঘটনা হয়েছিল গুজরাটের বদোদরায়। সেই সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান ১১ জন। গুরুতর আহত হয়েছেন ১৭ জন। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে মধ্যরাতে প্রতাপগড় লখনউ হাইওয়েতে মর্মান্তিক পথদুর্ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি সরকারি কর্তাব্যক্তিদের ঘটনাস্থলে নিয়ে মৃত আহতদের যথোপযুক্ত বন্দোবস্তের নির্দেশ দিয়েছেন। আও পড়ুন-Indian Army Refutes Reports of Strike in PoK: পাকিস্তান অধিকৃত কাশ্মীরে কোনও স্ট্রাইক চালায়নি তারা, ভুয়ো খবর উড়িয়ে জানাল ভারতীয় সেনা

গত বছর এমনই সময় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় সাত জনের মৃত্যু হয়েছিল। উত্তরপ্রদেশের আগ্রা লখনউ এক্সপ্রেসওয়ের উপরেই ঘটে দুর্ঘটনা। মণিপুরি এলাকার কাছে যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষেই এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছিল। বছর ঘুরতে না ঘুরতেই ফের একের পর এক মর্মান্তিক পথদুর্ঘটনার সাক্ষী থাকছে উত্তরপ্রদেশ।